Connect with us
অন্যান্য

নারী ফুটসালে নেপালকে বড় ব্যবধানে হারাল সাবিনারা

women.futsal
বাংলাদেশের মেয়েদের জয়। ছবি: সংগৃহীত

সাফ নারী ফুটসালে টানা ভালো পারফরম্যান্সে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে সোমবার নেপালকে ৩-০ গোলে হারিয়েছে সাবিনা খাতুনের দল। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে থাকার সম্ভাবনা আরও জোরালো করল বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোলের লিড পায় দলটি। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। চলতি টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জোড়া গোলের পর ভুটান ও নেপালের বিপক্ষেও একটি করে গোল করলেন তিনি। প্রথমার্ধের দ্বিতীয় গোলটি আসে কৃষ্ণা রাণী সরকারের পা থেকে। মাঝমাঠে বলের দখল নিয়ে দূরপাল্লার শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণ ও গোলরক্ষককে ব্যস্ত রাখেন সাবিনা-কৃষ্ণারা। শেষ পর্যন্ত লিপি আক্তার ব্যবধান বাড়ান। ফ্রি-কিক থেকে সুমাইয়ার বাড়ানো বল বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান তিনি। অন্যদিকে নেপালের কয়েকটি আক্রমণ দক্ষতায় সামাল দেন বাংলাদেশের গোলরক্ষক ঝিলি।



এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। নেপালের বিপক্ষে এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করল সাবিনারা, যা শিরোপার সম্ভাবনাকে অনেকটাই এগিয়ে নিয়েছে।

উল্লেখ্য, সাফ নারী ও পুরুষ ফুটসাল মিলিয়ে সাতটি দল অংশ নিচ্ছে এবারের আসরে। রাউন্ড রবিন লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ পুরুষ দল তিন ম্যাচে চার পয়েন্ট পেয়েছে। তাদের পরবর্তী ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। আর নারী দল সাবিনারাও বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

ফুটবলের বাইরে থাকলেও ফুটসালে নিজেদের ধারাবাহিক পারফরম্যান্সে আবারও আলোচনায় সাবিনা ও কৃষ্ণা। মাঠের পারফরম্যান্সেই আপাতত সব মনোযোগ দিচ্ছে বাংলাদেশ নারী ফুটসাল দল।

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য