বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের লিগ পর্ব শেষ হয়েছে। মিরপুরে শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে চট্টগ্রাম রয়্যালস হারতেই পর্দা নামল ৩০ ম্যাচের লিগ পর্বের লড়াইয়ের। এবার নজর পুরোপুরি প্লে-অফে, যেখানে শিরোপার দৌড়ে টিকে আছে চার দল।
লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেনের নেতৃত্বাধীন দলটি ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস। এই দুই দল মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। ম্যাচটি জিতলেই সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে বিজয়ী দল।
সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রংপুর রাইডার্স। তাদের সামনে এখন এলিমিনেটরের বাধা। রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস, যারা লিগ পর্ব শেষ করেছে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে। এলিমিনেটরে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে।
এদিকে লিগ পর্ব থেকে আগেই ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। শেষ ম্যাচ জিতেও পয়েন্ট টেবিলের নিচের দিকেই থাকতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে। অন্যাদিকে ১০ ম্যাচের ৮ টিতেই হেরেছে নোয়াখালী এক্সপ্রেস। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
প্লে-অফের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার বেলা ১টায় শুরু হবে এলিমিনেটর। রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটানস মুখোমুখি হবে। একই দিন সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। বুধবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ার, আর শুক্রবার একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে।
লিগ পর্বের হিসাব–নিকাশ শেষ। এবার মাঠের পারফরম্যান্সই ঠিক করে দেবে, কে হতে যাচ্ছে ফাইনাল বিজয়ী।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। মোট ছয়টি দল এবারের আসরে অংশগ্রহণ করেছে। নবাগত দল হিসেবে ছিল নোয়াখালী এক্সপ্রেস। যদিও তারা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি।
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/টিএ
