আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গতকাল (শনিবার) রাতে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিতে আজ মাঠে নামছে কাতালানরা।
তবে এমন দিনে দুঃসংবাদও রয়েছে বার্সার জন্য। ম্যাচে খেলতে পারবেন না দলের নিয়মিত অধিনায়ক রাফিনিয়া। ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ম্যাচে পাওয়া যাবে না, মন শঙ্কা আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।
ডান ঊরুতে চোট থাকায় গতকাল (শনিবাল) দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি রাফিনিয়া। এক বিবৃতিতে বার্সেলোনা নিশ্চিত করে আজকের ম্যাচে খেলবেন না রাফিনিয়া। বিবৃতিতে কাতালান ক্লাবটি জানায়, ‘ডান ঊরুতে পাওয়া আঘাতের জন্য সতর্কতার অংশ হিসেবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে বাইরে থাকবেন রাফিনিয়া।’
সম্প্রতি সৌদি আরবে হওয়া স্প্যানিশ সুপার কাপে দুই ম্যাচে ৪ গোল করে ট্রফি জয়ে বড় অবদান রাখেন রাফিনিয়া। বিশেষ করে ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার জোড়া গোলেই শিরোপা জেতে বার্সা।
তবে ম্যাচ নিয়ে অস্বস্তি নেই বার্সা শিবিরে। রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলেও ১ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা। ১৯ ম্যাচে বার্সার পয়েন্ট ৪৯, আর ২০ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৮ পয়েন্ট। তাই বাড়তি চাপ না নিয়ে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে চায় দলটি।
আজ রাতে সোসিয়েদাদকে হারিয়ে ব্যবধান ফের চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে ৪ এগিয়ে যাওয়ার সুযোগ বার্সেলোনার। পয়েন্ট টেবিলের তিনে ভিয়া রিয়ালের সংগ্রহ ৪১ পয়েন্ট।
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/এআই
