Connect with us
ক্রিকেট

নিয়মরক্ষার ম্যাচে রংপুরের জয় ৮ উইকেটে

RANGPUR RAIDERS
রংপুরের জয়ের দুই নায়ক হৃদয় ও লিটন। ছবি: রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে চার দল, বাদ পড়েছে ঢাকা ও নোয়াখালী। আজ (রোববার) নিয়মরক্ষার ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। 

ম্যাচে দেখা মিলেছে জোড়া সেঞ্চুরি,  প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের উদীয়মান ব্যাটার ইসাখিল ও দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরিতে দলকে জয় এনে দিয়েছেন তাওহীদ হৃদয়।

টসে জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক লিটন দাস। ব্যাটিংয়ে নেমে রংপুরের বোলিং তোপে দ্রুত রান তুলতে ব্যর্থ দুই ওপেনার হাসান ইসাখিল ও রহমত আলি। দলীয় ৩২ আর ব্যক্তিগত ৯ করে ফেরেন রহমত।



রহমতের ফেরার পর ক্রিজে আসেন জাকের আলি।তবে নিজেকে প্রমাণ করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার, ফিরেছেন ৭ বলে ৩ করে।

জাকেরের ফেরার পর অধিনায়ক হায়দার আলীকে নিয়ে ৭৪ বলে ১৩৭ রানের জুটি গড়েন ইসাখিল। নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও আজ ঠিকই তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি।

ইসাখিলের অপরাজিত ১০৭ ও হায়দার আলীর ৪২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সক্ষম হয় নোয়াখালী। রংপুরের হয়ে উইকেট দুটি নেন নাহিদ হাসান ও আলিস আল ইসলাম।

১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বেশ ভালো শুরু পায় রংপুর। তাওহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৭৮ রান। ব্যক্তিগত ১৫ করে মালানের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস।

হৃদয় আর লিটনের জুটিতে আসে ৬২ বলে ৮৭ রান। ৫৭ বলে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন ওপেনার তাওহিদ হৃদয়। চলতি আসরে এটিই তার প্রথম সেঞ্চুরি। ৬৩ বলে ১০৯ করে হৃদয় ফিরলে লিটনের অপরাজিত ৩৯ ও খুশদিলের অপরাজিত ৩ রানে ৮ উইকেটের বড় জয় পায় রংপুর।

ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর, আর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নোয়াখালী। তাই আজকের ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার লড়াই।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট