Connect with us
ক্রিকেট

সবাইকে খেলিয়ে রেডি রাখছি: বোলিং কোচ তারেক

Tarek (bowling Coach)
তারেক আজিজ খান। ছবি: সংগৃহীত

প্লে-অফের আগে দলকে পুরোপুরি প্রস্তুত রাখাই এখন লক্ষ্য রাজশাহী ওয়ারিয়র্সের। সে কারণেই একাদশে ঘুরিয়ে–ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে সবাইকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের পর এমনটাই জানালেন দলের বোলিং কোচ তারেক আজিজ খান।

বিপিএলের রাতের ম্যাচে মিরপুরে লো স্কোরিং থ্রিলারে চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়েছে রাজশাহী। এই জয়ে লিগ পর্ব শেষ করল তারা টেবিলের শীর্ষে থেকেই। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দল গঠনের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে তারেক বলেন, ম্যাচ ধরে ধরে এগোচ্ছে রাজশাহী। স্কোয়াডে কিছু পরিবর্তন আনা হয়েছে পরিকল্পনা অনুযায়ীই। সবাইকে খেলিয়ে রেডি রাখার চেষ্টা চলছে, যাতে প্রয়োজনের সময় কাউকে নামাতে সমস্যা না হয়।



চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে ১২৫ রানের বেশি করতে পারেনি চ্যালেঞ্জার্স। ২৪ বলে ৩৯ রানের ক্যামিও খেলেন আসিফ আলী। আর কেউই ২০ রান ছুঁতে পারেননি। রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন তানজিম হাসান সাকিব, ১৭ রানে নেন ৪ উইকেট।

তবে লক্ষ্য তাড়ায় রাজশাহীও শুরুতে চাপে পড়ে। সেখান থেকে দলকে পথ দেখান মুশফিকুর রহিম ও আকবর আলী। ৪১ বলে ৪৮ রান করেন আকবর। আর ৪১ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক।

তানজিম সাকিবের পারফরম্যান্স নিয়ে তারেক বলেন, বিপিএলের আগে চোটের কারণে ছন্দে ফিরতে সময় লেগেছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ছিল গুরুত্বপূর্ণ। শুরু থেকেই তাকে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ধরা হয়েছিল। চাপের মুখে ঘুরে দাঁড়ানোয় সন্তুষ্ট কোচিং স্টাফও।

রিপন মণ্ডলকে নিয়েও প্রশংসা করেছেন বোলিং কোচ তারেক। তারেক জানান, রিপনের বড় শক্তি জোরে বল করার মানসিকতা। ইয়র্কার নিয়মিত করার জন্য আলাদা করে কাজ করানো হয়েছে। ফিটনেসে উন্নতির কারণে শেষের ওভারগুলোতে সে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

বিনুরা ফার্নান্দোর না খেলা প্রসঙ্গে তারেক বলেন, পুরো টুর্নামেন্টে তাকে নিয়ে পরিকল্পনা আছে। ফিজিওর রিপোর্ট অনুযায়ী ২০ জানুয়ারির ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এনওসি জটিলতায় মোহাম্মদ ওয়াসিম না থাকলেও সেটাকে বড় সমস্যা হিসেবে দেখছেন না তিনি।

আকবর আলীর সুযোগ পাওয়া নিয়েও পরিষ্কার অবস্থান রাজশাহীর কোচিং স্টাফের। তারেক জানান, কম্বিনেশনের কারণে সবাইকে একসঙ্গে খেলানো সম্ভব নয়। পরিস্থিতি বুঝেই একাদশ ঠিক করা হচ্ছে। আকবর চাপের মধ্যে ঠান্ডা মাথায় খেলতে পারে, যা দলের জন্য ইতিবাচক।

আগামী ২০ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। প্রতিপক্ষ এখনও নির্ধারিত না হলেও যেই আসুক প্রস্তুত আছে রাজশাহী।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট