নতুন কোচের অধীনে শুরুটা জয় দিয়েই করল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে অবনমন আতঙ্কে থাকা লেভান্তেকে ২–০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। বাজে সময় পেছনে ফেলে এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্প্যানিশ জায়ান্টরা।
শনিবারের ম্যাচে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি রিয়াল। সাম্প্রতিক ব্যর্থতার ছাপ ছিল গ্যালারিতেও। বিরতির পর অবশ্য দৃশ্যপট বদলায়। ৫৮ মিনিটে বক্সের ভেতরে কিলিয়ান এমবাপেকে ফাউল করেন লেভান্তের ডিফেন্ডার। পেনাল্টি থেকে নিজেই গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। চলতি লিগে এটি এমবাপের ১৯তম গোল।
গোলের পর চাপ কিছুটা কমে রিয়ালের ওপর। তার সাত মিনিট পর ব্যবধান বাড়ান রাউল আসেনসিও। আর্দা গুলেরের নেওয়া কর্নার থেকে হেডে বল জালে পাঠান এই ডিফেন্ডার। ৬৫ মিনিটে পাওয়া সেই গোলেই মূলত ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়।
নতুন কোচ আলভালো আরবেলোয়ার অধীনে এটি রিয়ালের প্রথম জয়। আগের দুই ম্যাচে হার এবং গোল না পাওয়ার কারণে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল দলকে। লেভান্তের বিপক্ষে এই জয় সেই হতাশার চাপ অনেকটাই সরিয়েছে।
এই জয়ে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দ্বিতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা, যদিও বার্সার একটি ম্যাচ কম খেলা। অন্যদিকে, লেভান্তে ১৪ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলের ঠিক ওপরেই, ১৯তম স্থানে।
উল্লেখ্য, এর আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩–২ ব্যবধানে হারের পরই রিয়ালের কোচ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। একই সঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের কোচিং ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই বাস্তবতায় আলোনসোর সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্তে পৌঁছায় রিয়াল কর্তৃপক্ষ।
আগের দুই ম্যাচ হারা রিয়াল এই জয়ের মধ্য দিয়ে দর্শকদের দুয়োধ্বনির জবাব দিল মাঠের পারফরম্যান্স এর মধ্য দিয়ে।
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/টিএ
