Connect with us
ক্রিকেট

ঢাকাকে হারিয়ে প্লে-অফে রংপুর রাইডার্স

RANGPUR RAIDERS
ব্যাট হাতে মালান ও হৃদয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের সর্বশেষ দল হিসেবে প্লে অফে পৌছালো রংপুর রাইডার্স। আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে দলটি। আর এই হারে দ্বিতীয় দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল ঢাকা ক্যাপিটালস।

ম্যাচে টসে জিতে রংপুরলে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রংপুর। মালান ও হৃদয়ের ওপেনিং জুটি থেকে আসে ১২৬ রান। ৪৯ বলে ৭৮ করে মালান ফিরলে ক্রিজে আসেন কাইল মায়ার্স।

দলীয় ১৫৯ আর ব্যক্তিগত ৬২ রানে ফেরেন হৃদয়। চলতি আসরে ওপেনার হিসেবে এটি তার তৃতীয় অর্ধশতক। রংপুরের অধিনায়ক হিসেবে নিজের প্রথম রাঙাতে পারেননি লিটন, ফিরেছেন শূন্য রানেই। শেষেরদিকে মায়ার্সের ২৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে রংপুর।



ঢাকার হয়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, ১টি করে শিকার তাসকিন ও মারুফ মৃধার।

১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানি ব্যাটার ঝোড়ো ব্যাটিং শুরু করলেও আরেক ওপেনার আল মামুন ফিরেছেন ব্যক্তিগত শূন্য রানে। অবশ্য ইনিংস খুব বড় করতে পারেননি উসমানও, ফিরেছেন ১৮ বলে ৩১ করে।

ভালো করতে পারেননি সাইফ হাসান, সাব্বির, শামিম নাসিররাও। বিপিএলের এবারের আসরে নিজেকে মেলে ধারতে পুরোপুরি ব্যর্থ বিশ্বকাপ স্কোয়াড থাকা বাংলাদেশী ওপেনার সাইফ হাসান।

ব্যর্থ অধিনায়ক মোহাম্মদ মিঠুনও, ফিরেছেন ২৯ বলে ২৫ করে। মূলত নিয়মিত বিরতিতে উইকেট পড়াতেই চাপে পড়ে ঢাকা। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে ঢাকার জয়ের আশা বেঁচে থাকলেও যথাযথ সঙ্গ না থাকায় সম্ভব হয়নি সাইফউদ্দিনের পক্ষে। সাইফউদ্দিনের ৩০ বলে ৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংসের পরও ঢাকা থামে ১৭১ রানে।

এই হারে দ্বিতীয় দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল ঢাকা, আর চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো রংপুর। ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট