টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে বহুল আলোচিত বৈঠক শুরু হওয়ার আগেই জটিলতায় পড়েছে। ভিসা সমস্যায় আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের একজন ঢাকায় আসতে পারছে না।
আজ শনিবার বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছেন আইসিসির অ্যান্টি করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। তার সঙ্গে আরও একজন আইসিসি কর্মকর্তা আসার কথা থাকলেও তিনি ভিসা না পাওয়ায় বাংলাদেশ সফর করতে পারেননি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা ভারতীয় নাগরিক।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো এক মাসও বাকি নেই। এর মধ্যেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা ইস্যু সামনে এনে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। ই–মেইল আদান–প্রদানের পর বিষয়টি নিয়ে ভার্চুয়াল বৈঠকও হয়েছে দুই পক্ষের মধ্যে।
এরই ধারাবাহিকতায় ঢাকায় সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হয়। তবে নির্ধারিত প্রতিনিধি দলের একজন ভিসা না পাওয়ায় বৈঠকে আসছেন কেবল এফগ্রেভই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই বৈঠকে বিসিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জানা গেছে, বৈঠকে বোর্ডের সহসভাপতি, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার থাকার কথা রয়েছে।
আইসিসির প্রতিনিধি দলে দুজন আসার কথা থাকলেও একজন আসতে পারছেন না। ফলে আলোচনার চাপ এখন একাই সামলাতে হচ্ছে এফগ্রেভকে। সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা হিসেবে নিরাপত্তা ব্যবস্থাপনায় অভিজ্ঞ এই কর্মকর্তা বাংলাদেশ দলের জন্য একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে যাতে ভারতীয় মাটিতে বাংলাদেশি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায়।
বিশ্বকাপ শুরু হতে সময় কম থাকায় এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে ক্রিকেট মহল। আলোচনায় কোনো সমাধান না এলে পুরো বিষয়টি আরও জটিল আকার নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/টিএ
