নানা নাটকীয়তার পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের খেলা। ঢাকা পর্বের প্রথম ম্যাচে টেবিলের তলানিতে থাকা নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারিয়েছে টেবিল টপার চট্টগ্রাম রয়্যালস। এই হারে বিপিএলের এবারের আসরে সেমির দৌড় থেকে ছিটকে গেল নোয়াখালী।
ম্যাচে টসে জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম। ব্যাটিংয়ের শুরুটা বেশ ভালোই পেয়েছিল নোয়াখালী। ইসাখীল আর সৌম্যের ওপেনিং জুটিতে ৩ ওভারে আসে ৩৪ রান।
ব্যক্তিগত ১৪ রানে সৌম্য ফিরলে জাকেরকে নিয়ে জুটি গড়েন ইসাখিল। তবে জুটি বড় করতে পারেননি তারা, দলীয় ৪৯ আর ব্যক্তিগত ২৫ করে ফেরেন ইসাখিল। তার বিদায়ের পরই চাপে পড়ে নোয়াখালী।
ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক হায়দার আলী, ফিরেছেন ১১ বলে ১২ করে। শরিফুল ইসলামের বোলিং তোপে শেষদিকে সাব্বির হোসাইনের ২২ রানে ভর করে ১৮.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী।
চট্টগ্রামের হয়ে একাই ৫ উইকেট নিয়ে নোয়াখালীকে গুঁড়িয়ে দেন পেসার শরিফুল ইসলাম। ৩ উইকেট নেন শেখ মেহেদী, আমির জামালের শিকার এক উইকেট।
১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি চট্টগ্রামও, দলীয় শূন্য রানেই ফেরেন মাহামুদুল হাসান জয়। ঝোড়ো ইনিংস খেললেও ইনিংস বড় করতে পারেননি ওপেনার মোহাম্মদ নাঈম, ফিরেছেন ৭ বলে ১৮ করে।
আসরে নিজের প্রথম ম্যাচে ব্যর্থ পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস, করেছেন ৫ বলে ৭ রান। পরে অধিনায়ক শেখ মেহেদীর ৩৬ বলে অপরাজিত ৪৯ ও আসিফ আলীর ৩৬ রানে ভর করে ৩ ওভার আর ৫ উইকেট হাতে রেখেই জয় পায় চট্টগ্রাম।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। আর আসরের প্রথম দল হিসেবে সেমির রেস থেকে ছিটকে গেল নোয়াখালী। ম্যাচসেরা হয়েছেন ৫ উইকেট নেওয়া শরিফুল ইসলাম।
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৬/এআই
