বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সদ্য অপসারিত পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। বিতর্কিত মন্তব্যের জেরে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হলেও এখনও তার কোনো হদিস পাচ্ছে না বোর্ড। বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, শোকজের জবাব দেওয়ার জন্য নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে, যা আগামী ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে।
মিঠু বলেন, আমরা গঠনতন্ত্রের অধীনে চলি। তাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হবে।
বিসিবির এই পরিচালক জানান, গতকাল সারাদিন চেষ্টা করেও নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি বোর্ড তাকে সশরীরে উপস্থিত হওয়ার আহ্বান জানালেও কোনো সাড়া পাওয়া যায়নি।
জবাব না দিলে কী হবে?
৪৮ ঘণ্টার মধ্যে জবাব না আসলে বা তিনি লাপাত্তা থাকলে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে ইঙ্গিত দিয়ে ইফতেখার রহমান মিঠু বলেন, আদালতে মামলা হলে আপনি যদি হাজিরা না দেন, তবে তার ফল যা হয়- এখানেও তাই হবে। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা নিয়ম অনুসরণ করব। জবাব না দিলে তার ফল তাকেই ভোগ করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, শোকজের জবাব না দিলে নাজমুল ইসলামকে কেবল কমিটি থেকে অপসারণই নয়, বিসিবির পরিচালক পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। বর্তমানে পুরো বিষয়টি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির পর্যবেক্ষণে রয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৬/এনজি
