বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে চলা চরম অনিশ্চয়তা কেটেছে। ক্রিকেটারদের ধর্মঘট ও নাটকীয়তা শেষে শুক্রবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পুনরায় শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। আর এই ডামাডোলের মাঝে ক্ষতিগ্রস্ত দর্শকদের জন্য বিশেষ সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, গতকাল অর্থাৎ ১৫ জানুয়ারি যারা টিকিট সংগ্রহ করেছিলেন কিন্তু খেলা দেখতে পারেননি, তারা সেই একই টিকিট ব্যবহার করে আজকের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে উপভোগ করতে পারবেন। আজ দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে।
টাকা ফেরতের নিয়ম
যারা আজ মাঠে আসতে পারবেন না, তাদের জন্য টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা রেখেছে বোর্ড। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যারা টিকিট কিনেছিলেন, তারা সেখান থেকেই রিফান্ড পাবেন। এ সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট (https://www.gobcbticket.com.bd/en) অথবা +880 9606-501231 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূচির পরিবর্তন
স্থগিত ম্যাচের কারণে পুরো সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আজকের (১৬ জানুয়ারি) নির্ধারিত ম্যাচগুলো আগামীকাল ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একইভাবে ১৭ জানুয়ারির ম্যাচগুলো ১৮ জানুয়ারি এবং ১৯ জানুয়ারির প্লে-অফ ম্যাচগুলো ২০ জানুয়ারি আয়োজন করা হবে। তবে ফাইনাল ম্যাচ পূর্বনির্ধারিত ২৩ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে।
গতকাল ক্রিকেটারদের ধর্মঘটের কারণে খেলা না হওয়ায় স্টেডিয়ামে আসা দর্শকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দর্শকদের সেই ক্ষতি পুষিয়ে দিতেই দ্রুত রিফান্ড এবং একই টিকিটে খেলা দেখার সুযোগ দিচ্ছে বিসিবি।
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৬/এনজি
