Connect with us
ফুটবল

সাফ ফুটসালে বাংলাদেশের শুভসূচনা

সতীর্থদের প্রশংসায় ভাসালেন অধিনায়ক সাবিনা খাতুন

সাফ ফুটসালে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সাফ ফুটসালের এবারের আসরে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ভারত। অন্যদিকে, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে আধিপত্য দেখালো সাবিনা-কৃষ্ণারাই। নিখুঁত পাসিং আর দুর্দান্ত ফিনিশিংয়ে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালে রাজকীয় সূচনা করেছে বাংলাদেশ নারী দল।

বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচের শুরু থেকেই ভারতকে চেপে ধরে বাংলাদেশ। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে চালকের আসনে বসিয়ে দেন অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পান তিনি, আর ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। সাবিনার দুটি গোলই আসে সতীর্থ কৃষ্ণা রানী সরকারের চমৎকার পাস থেকে। বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন মাতসুশিমা সুমাইয়া।

ম্যাচ শেষে সতীর্থদের প্রশংসায় ভাসিয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ভারতের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। কিন্তু আমাদের মেয়েরা আজ আসলেই ভালো খেলেছে। এই জয়ের কৃতিত্ব পুরো দলের। মাঠে যারা আমাদের সমর্থন দিতে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।



অন্যদিকে, হারলেও ভেঙে পড়ছে না ভারত। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড় মার্জিয়া বলেন, আজ আমাদের ভাগ্য সহায় ছিল না। তবে হাতে আরও চারটি ম্যাচ আছে, আমরা ঘুরে দাঁড়াতে পারব।

এই জয়ের ফলে টুর্নামেন্টে দারুণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৬/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল