বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে চলমান অচলাবস্থায় কিছুটা নমনীয় অবস্থানে এসেছে দেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, নাজমুল ইসলাম তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তাঁর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে বিসিবি অনড় থাকলে আগামীকাল থেকেই মাঠে নামতে প্রস্তুত ক্রিকেটাররা।
এই প্রস্তাব বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জানানো হলেও তিনি তাতে সম্মত হননি বলে দাবি ক্রিকেটারদের।
ক্রিকেটারদের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং সিনিয়র কয়েকজন ক্রিকেটারের কথা হয়। ওই সময় আমিনুল ইসলামের সঙ্গে বোর্ডের আরও কয়েকজন পরিচালকও ছিলেন। ফোনের স্পিকার অন রেখেই দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
সেই আলোচনায় ক্রিকেটাররা জানান, অনূর্ধ্ব-১৯ দল ও নারী জাতীয় দল দেশের বাইরে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। পাশাপাশি বিপিএলও চলমান। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়েই তারা কাল থেকে মাঠে ফিরতে চান। তবে সেটি কিছু শর্তের ভিত্তিতে।
ক্রিকেটারদের শর্ত ছিল, নাজমুল ইসলাম যেহেতু সংবাদমাধ্যমে প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, তাই তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সংবাদমাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিসিবি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, সেটিও বহাল থাকতে হবে।
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাকি স্পষ্টভাবে জানিয়েছেন, এটি সম্ভব নয়। সভাপতির মতে, নাজমুল ইসলাম এরই মধ্যে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে পারবেন না এবং বিসিবির পক্ষ থেকেও এমন অনুরোধ করা যাবে না।
এতে ক্ষুব্ধ হয়ে ক্রিকেটাররা পাল্টা বলেন, নাজমুল যদি সম্মানিত হন, তাহলে ক্রিকেটারদেরও সম্মান রয়েছে। যেহেতু মন্তব্য প্রকাশ্যে করা হয়েছে, ক্ষমাও প্রকাশ্যেই চাইতে হবে। এই অবস্থান থেকে আমিনুল ইসলাম সরে না আসায় আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
এ বিষয়ে জানতে বিসিবি সভাপতি আমিনুল ইসলামসহ একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, এমন একটি আলোচনা সত্যিই হয়েছে।
এদিকে, নাজমুল ইসলামকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কটের কারণে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। সূচি অনুযায়ী শুক্রবারও দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে সেই ম্যাচগুলোর আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। সেই ক্ষোভে ক্রিকেটাররা সব ধরনের খেলা বন্ধের ঘোষণা দেয় এবগ তার পদত্যাগ দাবি করে। বিসিবি সেটা আমলে নিয়ে তাকে অর্থ কমিটির প্রধান থেকে অব্যাহতি দেয়। তারপরও বিপিএল নিয়ে অনিশ্চয়তার ঘোর কাটেনি। দু’পক্ষেরই আলোচনা চলছে এখনো।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/টিএ
