সব ধরনের ক্রিকেট বয়কটের কঠোর অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’। দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থ এবং চলমান গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর কথা বিবেচনা করে শুক্রবার থেকেই মাঠে ফিরতে চান ক্রিকেটাররা। তবে এই প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিশেষ কিছু শর্ত জুড়ে দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বর্তমানে নারী জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্ব, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর রয়েছে।
এছাড়া বিপিএলের গুরুত্ব বিবেচনা করে ক্রিকেটাররা তাদের আগের অবস্থান পুনর্বিবেচনা করেছেন। কোয়াবের মতে, খেলা বন্ধ থাকলে এই দলগুলোর পারফরম্যান্স ও দেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে কোয়াব। তবে তাদের ফেরার পেছনে প্রধান দুটি বিষয় কাজ করছে; পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছেন, সেজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এছাড়া তার পরিচালক পদ বাতিলের যে আইনি ও বিসিবি’র অভ্যন্তরীণ প্রক্রিয়া রয়েছে, সেটি চলমান রাখতে হবে।
কোয়াব স্পষ্ট জানিয়েছে, নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং বিসিবি তার পদের ব্যাপারে নেওয়া প্রক্রিয়া অব্যাহত রাখলে শুক্রবার থেকেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবেন তারা।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/এসএ
