বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ঢাকা পর্বের দিনের দ্বিতীয় ম্যাচেও খেলতে না আসায় চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম ম্যাচ বয়কট করেছে ক্রিকেটাররা। পরে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা।
সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা পাঁচটি দাবি তুলে ধরে, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে ফিরবেন না বলে জানান তারা। সেইসাথে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালকের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ক্রিকেটাররা।
ক্রিকেটারদের প্রধান দাবী মেনে বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তবে তাতেও মন গলেনি ক্রিকেটারদের, দিনের দ্বিতীয় ম্যাচেও কেলতে আসেননি কোনো দলের খেলোয়াড়েরা। আর তাতেই অনির্দিষ্টকালের জন্য বিপিএলের এবারের আসর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই সংকট নিরসনে রাত ৮টায় বিপিএলের ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে মিটিং ডেকেছে বিসিবি, সেখানেই হবে বাকী সিদ্ধান্ত।
ক্রিকেটারদের দাবিগুলো ছিল:
★বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ
★প্রথম শ্রেণীর ক্রিকেটে চলমান সংকট সমাধান
★নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিষ্পত্তি
★নারী ক্রিকেটের সুযোগ-সুবিধা বৃদ্ধি
★বিপিএলে ৯ ক্রিকেটারকে অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়ার কারণ ব্যাখ্যা
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/এআই
