Connect with us
ক্রিকেট

অর্থ কমিটির প্রধান থেকে

ক্রিকেটারদের দাবি মেনে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিল বোর্ড

বিসিবি পরিচালক নাজমুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিতর্ক থামছেই না। ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ নিয়ে মন্তব্য করে যে বিতর্কের সৃষ্টি করেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, সেটি এখন পুরো ক্রিকেট ব্যবস্থাকেই অচল করে দিয়েছে। তার পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা সব ধরনের খেলা বয়কটের পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে। তাদের অনড় অবস্থানের মধ্যেই এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পরিচালক এম নাজমুল ইসলামকে।

বিসিবির শীর্ষ এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তবে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে বলে জানা গেছে। চলমান সংকট সামাল দেওয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ঢাকার একটি হোটেলে চলমান সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সংগঠনটির নেতারা। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। একাধিক মন্তব্যে করে তিনি লিমিট ক্রস করেছেন।



মিঠুনের মতে, একজন বোর্ড পরিচালক হিসেবে নাজমুল ইসলামের বক্তব্য শুধু ক্রিকেটারদের নয়, দেশের ক্রিকেটের অর্জনকেও প্রশ্নবিদ্ধ করেছে। আইসিসি ট্রফি জেতা থেকে শুরু করে ক্রিকেটারদের অবদান সবকিছুকেই অস্বীকার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সে কারণেই তার পদত্যাগের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ দেখছেন না ক্রিকেটাররা।

সাংবাদিক সম্মেলনে আরও জানান, বোর্ড এখনো লিখিত বা স্পষ্ট কোনো নিশ্চয়তা দিতে পারেনি যে এম নাজমুল ইসলাম পদত্যাগ করবেন। সেই পরিস্থিতিতে বিপিএলসহ কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামবেন না ক্রিকেটাররা। যতক্ষণ না পদত্যাগের বিষয়টি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ তারা আগের সিদ্ধান্তেই অনড় থাকবেন বলেও জানান কোয়াব সভাপতি।

এদিকে, সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষ থেকে আর্থিক প্রসঙ্গেও কথা বলেন মেহেদি হাসান মিরাজ। দর্শকদের একাংশের সমালোচনার জবাবে তিনি বলেন, ক্রিকেটারদের বেতন বা ম্যাচ ফি মূলত আসে স্পনসর ও আইসিসির তহবিল থেকে। এটি সরকার বা জনগণ থেকে নেওয়া হয় না।

এদিকে সমাধানের আহ্বান জানালেও আন্দোলন থেকে সরে আসার ইঙ্গিত দেননি নুরুল হাসান সোহান। তিনি বলেন, ক্রিকেটাররাও চান খেলা মাঠে গড়াক, বিশেষ করে সন্ধ্যার ম্যাচটি যেন অনুষ্ঠিত হয়। তবে তার আগে একটি বিশ্বাসযোগ্য সমাধান বা আশ্বাস দরকার। তাৎক্ষণিক পদক্ষেপ না হলেও বোর্ডের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা না পেলে মাঠে নামা সম্ভব নয় বলে জানান তিনি।

অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হলেও এম নাজমুল ইসলামের পদত্যাগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিপিএলের ম্যাচ গড়ানো নিয়েও অনিশ্চয়তা কাটেনি।

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট