Connect with us
ক্রিকেট

পর্দা উঠলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের, বাংলাদেশের ম্যাচ কবে কখন?

Bangladesh Under-19
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: সংগৃহীত

দুই বছর পর আবার শুরু হচ্ছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আজ থেকে মাঠে গড়াচ্ছে যুব ক্রিকেটের সবচেয়ে বড় বৈশ্বিক আসর। ১৫ জানুয়ারি আজ থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশসহ মোট ১৬টি দল।

২০১৯ বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ জানুয়ারি। শনিবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে যুবারা। তাই আজকে বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের ম্যাচের জন্য দর্শকশ্রোতাদের অপেক্ষা করতে হবে আরও দুই দিন। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এদিকে, বিশ্বকাপে চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ১২ দল জায়গা পাবে সুপার সিক্স পর্বে। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে হবে লড়বে সবাই। বাংলাদেশ সুপার সিক্সে উঠলে খেলবে ২ নম্বর গ্রুপে, যেখানে থাকবে ‘বি’ ও ‘সি’ গ্রুপ থেকে আসা দলগুলো। দুটি সুপার সিক্স গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালিস্ট।



২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে পরের দুটি আসরে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি যুবারা। ২০২২ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল জুনিয়র টাইগাররা। কিন্তু ২০২৪ আসরে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় সুপার সিক্সের আগেই থামতে হয় টাইগারদের। তাই এবারের আসরে নতুন চ্যালেঞ্জে আবার নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে দলটি।

গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘সি’: ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ

উল্লেখ্য, আজ দুপুরে বাংলাদেশ সময় ১ টা ৩০ মিনিটে ভারতে বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠেছে।

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট