Connect with us
ফুটবল

আফ্রিকা কাপ অব নেশন্স

নাইজেরিয়াকে হারিয়ে ফাইনালে মরক্কো

Morocco
ফাইনালে মরক্কো। ছবি: সংগৃহীত

টাইব্রেকারের চাপের মুহূর্তে আবারও মরক্কোর ভরসার পরিচয় দিল ইয়াসিন বুনো। তার দুর্দান্ত পারফরম্যান্সে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালের টিকিট কেটেছে মরক্কো। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানে ৪–২ ব্যবধানে নাইজেরিয়াকে হারিয়ে শিরোপা লড়াইয়ের ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিকরা।

বুধবার রাতে রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে দুই দল শুরু থেকেই খেলেছে সতর্কভাবে। বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল মরক্কো, তবে শেষ দিকে ফিনিশিংয়ের ঘাটতিতে গোল আসেনি। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও স্কোরলাইন অপরিবর্তিত থাকে। শেষ পর্যন্ত ফল নির্ধারণ হয় টাইব্রেকারে।

পেনাল্টি শ্যুটআউটে মরক্কোর জয়ের নায়ক বুনো। নাইজেরিয়ার স্যামুয়েল চুকউয়েজে ও ব্রুনো ওনিয়েমায়েচির শট ঠেকিয়ে দেন তিনি। বিপরীতে মরক্কোর শটগুলোতে ছিল আত্মবিশ্বাস। শেষ পর্যন্ত ইয়ুসেফ এন-নেসিরির পায়ে জয়সূচক গোল আসে। আর তাতেই ফাইনালে ওঠার উল্লাসে মেতে উঠে মরক্কো।



পরিসংখ্যানেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মরক্কোর দিকে। ৪৯ শতাংশ পজেশন রেখে তারা নেয় ১৬টি শট, যার পাঁচটি লক্ষ্যে। নাইজেরিয়া আক্রমণে ছিল বেশি কিছু করতে পারেনি। দুটি শটের একটি মাত্র লক্ষ্যে রাখতে পেরেছে তারা। আদেমোলা লুকম্যানের সেই শটও গোলের দেখা পায়নি।

ম্যাচজুড়ে গ্যালারির উত্তাপ ছিল চোখে পড়ার মতো। শুরুতেই নাইজেরিয়ান লেফটব্যাক ক্যালভিন বাসের প্রতি দর্শকদের চাপ তৈরি হয়। মাঠে বল পেলেই নাইজেরিয়ার খেলোয়াড়দের দিকে নেমে আসে গ্যালারির চিৎকার। তবু প্রথমার্ধে মরক্কোর একাধিক আক্রমণ রুখে দেন নাইজেরিয়ান ডিফেন্ডাররা। ইসমাইল সাইবারির নিশ্চিত গোলের সুযোগও ভেস্তে যায়। সেমি আজাই, আর ব্রাহিম দিয়াজের শটও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র। মরক্কো তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। অন্যদিকে নাইজেরিয়াও সুযোগের অপেক্ষায় ছিল কিন্তু আশানুরূপ ফল পায়নি। কেননা এখানে জিতলেই ফাইনালের টিকিট পেত তারা। তবে শেষ পর্যন্ত নাইজেরিয়াকে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

ডিয়াজ, আয়ুব এল কাবি ও আশরাফ হাকিমির সুযোগ নষ্ট না হলে ম্যাচের ফল আগেই নির্ধারিত হতে পারত। তবু শেষ মুহূর্তে টাইব্রেকারে আবারও পার্থক্য গড়ে দেন বুনো। তার হাত ধরেই ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবার আফ্রিকা কাপ অব নেশন্সের মঞ্চেও পৌঁছে গেল ফাইনালে।

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল