বিগ ব্যাশে উত্তেজনাপূর্ন ম্যাচে রিশাদের হোবার্ট হারিকেনসকে ৩ রানে হারিয়েছে ব্রিসবেন হিট। ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করা হোবার্টের হয়ে ৪ ওভার বল করে ২৭ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছেন রিশাদ।
ম্যাচে টসে জিতে ব্রিসবেনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় হোবার্ট। শুরুতে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয় দুই ওপেনার। দলীয় ১৮ রানে ফেরেন জ্যাক উইল্ডারমুথ বিদায়ের পর আরেক ওপেনার ও অধিনায়ক ওসমান খাজা ফেরেন দলীয় ৪৬ রানে।
দুই ওপেনারের বিদায়ের পর নাথান ম্যাকসুয়েনির ৩২ বলে ৪৯ ও রেনশোর ২৫ বলে ৩৭ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান স্কোরে জমা করে ব্রিসবেন। হোবার্টের হয়ে ৩ উইকেট শিকার করেন মেরেডিথ, ২টি করে শিকার রিশাদ ও এলিসের, অন্যটি ওয়েবস্টারের দখলে।
১৬১ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত দুই ওপেনারকে হারায় হোবার্ট। তৃতীয় উইকেটে বিউ ওয়েবস্টার ও বেন ম্যাকডারমটের ৬৬ বলে ৯৮ রানের বিধ্বংসী জুটিতে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে হোবার্ট। তবে ওয়েবস্টার ৫১ ও ম্যাকডারমট ৫৯ করে ফিরলে চাপে পড়ে হোবার্ট।
শেষ ওভারে জয়ের জন্য হোবার্টের প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু পাকিস্তানি পেসার জামান খানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ২ রান তুলতে সক্ষম হয় হোবার্ট, আর তাতেই তাদের হার ৩ রানে।
শেষ বলে হোবার্টের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান, তখন ক্রিজে আসেন রিশাদ। তবে শেষ বলে ১ রানের বেশি নিতে পারেননি এই স্পিন অলরাউন্ডার।
টেবিলের শীর্ষে থাকা হোবার্টের ১০ ম্যাচে অর্জন ১৩ পয়েন্ট। ৯ ম্যাচে ব্রিসবেনের ১০ পয়েন্ট।
প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাওয়া রিশাদের নামের পাশে ১০ ম্যাচে ১৩ উইকেট। উইকেট শিকারের তালিকায় আট নম্বরে থাকলেও স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল তিনি। রিশাদের চেয়ে এক ম্যাচ কম খেলে আরেক লেগ স্পিনার লয়েড পোপের শিকারও ১৩টি। রিশাদের সামনে সুযোগ রয়েছে আসরের সেরা উইকেটশিকারী হওয়ারও।
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৬/এআই
