ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরতে এখনও সময় আছে। তবে তার আগেই ঢাকায় এসে হাজির হয়েছে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। বিশ্বভ্রমণের অংশ হিসেবে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছায় ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি।
সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফিবাহী বিমান। সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ট্রফিটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
বিশ্বকাপ ট্রফি নিয়ে এটাই বাংলাদেশের চতুর্থ অভিজ্ঞতা। এর আগে ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপ, ২০১৩ এবং ২০২২ সালে ট্রফি এসেছিল দেশে। এবারও সেই ধারাবাহিকতায় ঢাকার মাটিতে ফুটবলের সবচেয়ে মর্যাদার প্রতীককে কাছ থেকে দেখার সুযোগ পেলেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
এই ট্রফি সফরে ফিফার প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরে তাঁর উপস্থিতিতেই ট্রফির সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি জানান জামাল ভূঁইয়া।
জাতীয় দলের অধিনায়ক বলেন, সামনে থেকে বিশ্বকাপ ট্রফি দেখার অভিজ্ঞতা তার জন্য এটাই প্রথম। ট্রফিটাকে ঘিরে অনুভূতির কথাও অকপটে জানান তিনি। গিলবার্তো সিলভার মতো একজন কিংবদন্তির সঙ্গে একই মুহূর্ত ভাগ করে নেওয়াটা তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে বলেও জানান জামাল।
বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে বাফুফের কর্মকর্তা, ফুটবল অঙ্গনের ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
এ ছাড়া ফিফার স্পন্সর কোকাকোলার আয়োজিত ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত ভক্তদের জন্যও থাকছে ট্রফি দেখার বিশেষ সুযোগ।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব বরাবরের মতো এবারও কোকাকোলার। ২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দর্শকদের সামনে ট্রফি তুলে ধরাই এই সফরের উদ্দেশ্য। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের উপস্থিতি না থাকলেও, ফুটবলের সবচেয়ে বড় প্রতীককে কাছ থেকে দেখার এই সুযোগ দেশের ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহ ও উন্মাদনা তৈরি করেছে।
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৬/টিএ
