২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণে থাকা বিশ্বকাপ ট্রফি আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে। নির্ধারিত সূচি অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি বরণ করা হয়। তবে ট্রফি পৌঁছানোর পরপরই আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ছবি বা ভিডিও সরবরাহ করা সম্ভব হয়নি।
বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি নিয়ে যাওয়া হবে রাজধানীর হোটেল রেডিসনে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা, ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। পাশাপাশি ফিফার বৈশ্বিক স্পন্সর কোকাকোলার প্রচারণার অংশ হিসেবে নির্বাচিত বিজয়ীরাও এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকবেন।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব বরাবরের মতো এবারও কোকাকোলার। ২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দর্শকদের সামনে ট্রফি তুলে ধরাই এই সফরের উদ্দেশ্য।
বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির এটি চতুর্থ সফর। প্রথমবার ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের সময় ট্রফিটি বাংলাদেশে এসেছিল। এরপর ২০১৩ ও ২০২২ সালে আরও দুই দফা ঢাকায় প্রদর্শিত হয় ফুটবল বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি। আজকের সফরটি সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন।
এই ট্রফি সফরে ফিফার প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরে তাঁর উপস্থিতিতেই ট্রফির সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি জানান জামাল ভূঁইয়া।
জাতীয় দলের অধিনায়ক বলেন, সামনে থেকে বিশ্বকাপ ট্রফি দেখার অভিজ্ঞতা তার জন্য এটাই প্রথম। ট্রফিটাকে ঘিরে অনুভূতির কথাও অকপটে জানান তিনি। গিলবার্তো সিলভার মতো একজন কিংবদন্তির সঙ্গে একই মুহূর্ত ভাগ করে নেওয়াটা তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে বলেও জানান জামাল।
উল্লেখ্য, বিশ্বকাপ ট্রফির এই বিশ্বভ্রমণ আয়োজনটি দীর্ঘদিন ধরেই পরিচালনা করে আসছে কোকাকোলা। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের উপস্থিতি না থাকলেও, ফুটবলের সবচেয়ে বড় প্রতীককে কাছ থেকে দেখার এই সুযোগ দেশের ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহ ও উন্মাদনা তৈরি করেছে।
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৬/টিএ
