বিপিএলের এবারের আসরে সিলেট টাইটান্সের জার্সিতে খেলতে আসছেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। প্লে-অফ নিশ্চিত করা সিলেট সরাসরি সাইনিংয়ে দলে ভেড়ালেন ওকসকে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ ওকস। আইপিএল, বিগ ব্যাশ, আইএল টি–টোয়েন্টিসহ বিশ্বের বড় বড় লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। তিন ফরম্যাটেই ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। জাতীয় দলের জার্সিতে জিতেছেন ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপও।
ইংল্যান্ডের হয়ে টি–টোয়েন্টিতে ৩৩ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১৪৭ রান, স্ট্রাইক রেট ১২৫.৬৪। বল হাতে নিয়েছেন ৩১ উইকেট। ক্যারিয়ারে সব মিলিয়ে ১৭০টি টি–টোয়েন্টি ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে করেছেন ১,০৩১ রান। পাশাপাশি পেয়েছেন ১৭৯ উইকেট। নতুন বলে ও ডেথ ওভারে বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাটিংও করতে পারেন তিনি। তাই তার যোগ দেওয়া দুই দিকেই সিলেটকে বাড়তি সুবিধা দেবে তিনি।
সিলেট টাইটান্সে এরই মধ্যে খেলছেন ইংল্যান্ডের আরেক তারকা মঈন আলী। বিদেশি কোটায় আরও আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস ও সালমান ইরশাদ। ওকসের আসলে দলটির বিদেশি বিভাগ আরও শক্তিশালী হবে।
সিলেট পর্ব শেষ করেই প্লে-অফ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে ৬ উইকেটের জয়ে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে তারা। রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে সিলেট টাইটান্সও।
এদিকে, সিলেটের হয়ে বিদেশি পেসার হিসেবে নিয়মিত দলে ছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। কিন্তু হঠাৎ করেই দল ছেড়ে পাকিস্তান চলে যান তিনি। তার চলে যাওয়া সিলেটের পেস বিভাগে নতুন ঘাটতি তৈরি করে। সেই অভাব পূরণেই এই ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট। আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/টিএ
