নিলাম হচ্ছে না চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এক বার্তায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হওয়া ড্রাফট থেকেই দল গোছাতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে।
আগামী ৮ জুলাই পর্দা উঠবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের। ৮ জুলাই থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৮ আগষ্ট পর্যন্ত। শুরুতে ২০২৫ সালের ডিসেম্বরের শুরুতে আয়োজনের পরিকল্পনা থাকলেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রস্তুতির কারণে পিছিয়ে দেওয়া হয় এলপিএলের ষষ্ঠ আসরের সময়সূচি।
২০২২ সালের পর এবারে আবার ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় বাছাই করতে দলগুলোকে। মাঝের দুই মৌসুমে নিলাম থেকে নিজেদের দল গুছিয়েছিল ফ্রাঞ্চাইজিগুলো।
ড্রাফট পদ্ধতির বিষয়ে এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ড্রাফটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় ও বিদেশি উভয় ধরনের খেলোয়াড়ই বেছে নিতে পারবে। এলপিএলকে শ্রীলঙ্কার প্রধান ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করে বোর্ড জানিয়েছে, ‘ড্রাফট প্রক্রিয়া টুর্নামেন্ট পরিচালনায় একটি কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়েছে।’
টুর্নামেন্টের সূচি পেছানোর পর থেকেই শোনা যাচ্ছিল নতুন আসরে আরও একটি দল অন্তর্ভুক্তির কথা। পূর্বের পাঁচ আসরেই পাঁচটি করে দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি। অংশ নেওয়া পাঁচ দল হলো : কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা।
তবে চলতি বছর চুক্তিগত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্সের ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। এই সিদ্ধান্তের ফলে বর্তমানে এলপিএলে ২০২৪ সালের আগের কোনো মালিকানা ধরে রাখা ফ্র্যাঞ্চাইজি নেই। এখনো জাফনা ও কলম্বো দলের নতুন মালিকদের নাম ঘোষণা করা হয়নি বলেও জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/এআই
