Connect with us
ক্রিকেট

আইসিসির সঙ্গে বৈঠকে ভারতে খেলার অনুরোধ প্রত্যাখ্যান করল বিসিবি

আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের টি–টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশকে অনুরোধ জানায় আইসিসি।  কিন্তু আগের অবস্থানে অনড় থেকে অনুরোধ প্রত্যাখ্যান করে বিসিবি।

বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে বিসিবি আবারও স্পষ্টভাবে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতের মাটিতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়াও অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ পুনরায় ব্যক্ত করে বোর্ড।



আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং এ অবস্থায় বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। তবে বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি বলে বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়।

দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার বিষয়ে একমত হয়েছে। বিষয়টি নিয়ে আগামী দিনগুলোতেও আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিসিবি জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে আইসিসির সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রেখে এই ইস্যুর সমাধান চায় বোর্ড।

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে দীর্ঘক্ষণ কাড়াকাড়ির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিজের সঙ্গে সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।

এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে।

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট