সিলেট পর্ব শেষ করে বিপিএল এখন ঢাকার পথে। আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে লিগ পর্বের শেষ ধাপ। বাকি ছয় ম্যাচেই চূড়ান্ত হবে প্লে–অফের শেষ দল। এরই মধ্যে আলোচনায় নাজমুল হোসেন শান্ত। যিনি সিলেট পর্ব শেষ করেছেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে।
বিপিএলের সিলেট পর্ব শেষ হয়েছে গতকাল। সর্বশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ের মধ্য দিয়ে এই বিপিএলের প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী। রাজশাহীর জয়ের দিনে প্লে অফ নিশ্চিত করেছে আরও দুই দল। চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সও তাদের প্লে অফ নিশ্চিত করেছে। আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শান্তর দল। অন্যদিকে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে আছে চট্টগ্রাম রয়্যালস। এছাড়া ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে সিলেট টাইটান্স।
ঢাকা পর্বে মূল লড়াই হবে প্লে–অফের চতুর্থ দল নিয়ে। একই সঙ্গে নির্ধারিত হবে কারা খেলবে প্রথম কোয়ালিফায়ার আর কারা নামবে এলিমিনেটরে।
এদিকে সিলেট পর্ব শেষে আলোচনায় বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক কারা সেটা নিয়ে। রাজশাহী ওয়ারিয়র্স সিলেট পর্ব শেষ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে। দলটির নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও সিলেট পর্বে নজর কেড়েছেন তিনি। লিগের প্রথম আট ম্যাচ শেষে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। আট ইনিংসে ২৯২ রান করেছেন বর্তমান জাতীয় দলের টেস্ট অধিনায়ক। তাঁর ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি। স্ট্রাইক রেট ১৪২.৪৩, যা বিপিএলের এই মৌসুমে ধারাবাহিকতার পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিংয়েরও প্রমাণ দিচ্ছে।
চলতি বিপিএলের রান তালিকার শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন তিনজন দেশি ও দুজন বিদেশি ব্যাটার। তবে সিলেট পর্ব শেষে সবচেয়ে আলোচনায় শান্তই। ঢাকা পর্বে তাঁর রানের ধারাবাহিকতা বজায় থাকলে শীর্ষ রান সংগ্রাহক হিসেবে শেষ করতে পারবেন তিনি।
প্রসঙ্গত, শান্তর সাম্প্রতিক বিপিএলের ফর্ম এবং জাতীয় দলের অন্যান্য ব্যাটসম্যানদের ক্রমাগত ব্যর্থতা তাকে বিশ্বকাপ দলের আলোচনায় নিয়ে আসছেন। সব মিলে বিপিএলের শেষ পর্বে পারফরম্যান্স বজায় রাখতে পারলে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পেতে পারেন এই ব্যাটসম্যান।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/টিএ
