Connect with us
ক্রিকেট

মোমেন্টাম হারানোতে জিততে পারছি না: সাব্বির রহমান

Sabbir Rahman
সাব্বির রহমান। ছবি: সংগৃহীত

হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের পরাজয়ের পর সেই আলোচনা আরও সামনে আসে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সাব্বির রহমান। দলের পরাজয়ের কারণ হিসেবে ‘মোমেন্টাম হারানোকেই বললেন সাব্বির রহমান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাব্বির সরাসরি স্বীকার করেন, টুর্নামেন্টের শুরুতে যে ছন্দে ছিল ঢাকা, মাঝপথে এসে সেটি ধরে রাখা যায়নি। তার মতে, শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা রাখতে পারেনি। এর জন্য মূল সমস্যা হিসেবে দেখছেন মোমেন্টাম হারানোকেই। সাব্বির মনে করেন, ঘাটতিগুলো বের করতে ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট ও বিশ্লেষকরা কাজ করছেন বলেও জানান তিনি।

রাজশাহীর বিপক্ষে ম্যাচের উইকেট নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাব্বির। তার মতে, পিচটি খুব বেশি রান তোলার ছিল না। ১৫০ রানের উইকেটে ঢাকা ২০ থেকে ৩০ রান কম করেছে। বিশেষ করে মিডল অর্ডারে ডট বল বেড়ে যাওয়াই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। চাপের মুহূর্তে রান তুলতে না পারার কারণেই দলকে হারতে হয়েছে।



দলের বাজে পারফরম্যান্সে বাইরের কোনো ঘটনার প্রভাব আছে কি না এমন প্রশ্নে সাব্বির রহমান বলেন বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরের বিষয় মাঠের খেলায় টেনে আনার সুযোগ নেই। ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা থাকতেই পারে, কিন্তু সেগুলোকে অজুহাত হিসেবে দেখছেন না তিনি। তার মতে, হার-জিতের ব্যাখ্যা খুঁজতে হলে মাঠের ভেতরের পারফরম্যান্সেই নজর দিতে হবে।

এর আগে গতকাল রোববার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩১ রানে অলআউট হয়ে যায় ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৪১ রান করেন উসমান খান।

রাজশাহীর হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেন আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভারে ২৪ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। এছাড়া রিপন মন্ডল ৩ উইকেট ও নবাগত স্পিনার মোহাম্মদ রুবেল নেন ২ উইকেট।

১৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত শুরু করেন। ওয়াসিম আউট হলেও ৪৩ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তামিম। ১৬.১ ওভারে ২৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী।

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট