সিলেট পর্ব শেষ হল আজ। তবে ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই বিপিএলের প্লে-অফের পরিসংখ্যান অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সিলেট স্টেডিয়ামে বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকার হারে প্লে অফ নিশ্চিত হয়ে গেছে তিন দলের। এখন বাকি ম্যাচগুলোতে মূলত একটি জায়গা নিয়ে লড়াই হবে।
আজ রোববার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩১ রানে অলআউট হয়ে যায় ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৪১ রান করেন উসমান খান।
রাজশাহীর হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেন আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভারে ২৪ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। এছাড়া রিপন মন্ডল ৩ উইকেট ও নবাগত স্পিনার মোহাম্মদ রুবেল নেন ২ উইকেট।
১৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত শুরু করেন। ওয়াসিম আউট হলেও ৪৩ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তামিম। ১৬.১ ওভারে ২৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী।
ঢাকাকে হারানোর ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় রাজশাহী। যেখানে তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যায়। একই সঙ্গে সিলেট পর্ব শেষ হতেই শেষ চার নিশ্চিত হয় চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সেরও। ৭ ম্যাচে ৫ জয় পাওয়া চট্টগ্রাম রয়্যালসের পয়েন্ট ১০, নেট রান রেটের কারণে তারা আছে দ্বিতীয় স্থানে। আর ৯ ম্যাচে ৫ জয় নিয়ে সমান ১০ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে সিলেট টাইটান্স।
চতুর্থ স্থানে থাকলেও এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারে তাদের পয়েন্ট ৮। শেষ তিন ম্যাচের হারে অনেকটাই চাপে রয়েছে তারা।
এদিকে সবচেয়ে কঠিন অবস্থায় আছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। দুই দলই ৮ ম্যাচে মাত্র ২টি করে জয় পেয়েছে। কাগজে-কলমে যদিও তাদের প্লে-অফের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার জন্যও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।
লিগ পর্বে আর খুব বেশি ম্যাচ বাকি নেই। আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ঢাকায় হবে বিপিএলের শেষ পর্বের ছয়টি ম্যাচ। ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ পর্ব, আর ২৩ জানুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৬/টিএ
