Connect with us
ক্রিকেট

রংপুরকে হারিয়ে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন শান্ত–ওয়াসিমরা

Rajshahi
রাজশাহী ওয়ারিয়র্স। ছবি: সংগৃহীত

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্স যেন আলাদা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। দুই দলের মুখোমুখি দ্বিতীয় দেখাতেও তার ব্যতিক্রম হয়নি। গতকাল রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটের দাপুটে জয়ে রংপুরকে আবারও হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সেই জয়ে ফলে রাজশাহীর ম্যানেজমেন্টের পক্ষ থেকেও এসেছে পুরস্কারের ঘোষণা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী ওয়ারিয়র্সের মালিকপক্ষ পুরো দলের জন্য বোনাস ঘোষণা করেছে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফসহ দলের সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্যকে দেওয়া হচ্ছে ২০ হাজার টাকা করে বোনাস।

এছাড়া ম্যাচে বিশেষ অবদান রাখায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে আলাদাভাবে সম্মানিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুজনকেই দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার।



এর আগে গতকাল রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে তাওহীদ হৃদয়ের ৯৭ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান সংগ্রহ করে। জবাব ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ১৪২ রানের পার্টনারশিপে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়।

দলের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজমেন্ট মনে করছে, এই জয় দলের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করবে। রংপুরের মত দলের বিপক্ষে এমন পারফরম্যান্স সামনে থাকা ম্যাচগুলোতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলেই তাদের বিশ্বাস।

এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী। সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছে চট্টগ্রাম রয়্যালস। তাদের জয়ও ৭ ম্যাচে ৫ টি। এছাড়া সিলেট টাইটান্সেরও ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে। রান রেটে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট সত্ত্বেও তিন নাম্বারে আছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর হাতে এখনো তিন ম্যাচ রয়েছে।জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে সামনে।

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট