Connect with us
ক্রিকেট

একসাথে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান বাবা–ছেলে

Nabi and Hasan
মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল। ছবি: সংগৃহীত

বিপিএলের এক ম্যাচেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল। সম্পর্কে বাবা–ছেলে হলেও বিপিএলে ইতিমধ্যেই দুজনের একসাথে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একসাথে নামলেও এবার লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে একত্রে খেলার। আফগানিস্তানের জার্সি গায়ে নামার অপেক্ষায় এখন বাবা-ছেলে।

গতকাল ঢাকার বিপক্ষে ম্যাচে জয় লাভ করেছে নোয়াখালী। এক্সপ্রেসের জার্সিতে ব্যাটিং করার সময় চতুর্থ উইকেটে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়ে নিজেদের প্রথম একসাথে মাঠে নামার অভিজ্ঞতাকে স্মরণীয় করে রেখেছেন নবী ও ইসাখিল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটিই তাদের প্রথম একসাথে খেলতে নামা। সেই ম্যাচেই ব্যাট হাতে নজর কাড়েন ছেলে ইসাখিল, আর উইকেটে থেকে সঙ্গ দেন নবী।

নবীর পরামর্শেই বিপিএলের আগে হাসান ইসাখিলকে দলে নেয় নোয়াখালী। তরুণ এই ব্যাটারও সেই আস্থার প্রতিদান দিয়েছেন মাঠে নেমেই। তার দুর্দান্ত ইনিংসের সুবাদেই টুর্নামেন্টে দ্বিতীয় জয় পায় নোয়াখালী এক্সপ্রেস। শুরুতে টানা হারতে থাকা নোয়াখালীর জন্য এই জয় শুধু পয়েন্টই নয়, বাঁচিয়ে রেখেছে প্লে-অফের সম্ভাবনাও।



ম্যাচ শেষে ছেলেকে নিয়ে একসাথে সংবাদ সম্মেলনে আসেন নবী। সেখানে তিনি ছেলের সঙ্গে খেলার অনূভুতি প্রকাশ করেন। এটিকে নিজের দীর্ঘ ক্যারিয়ারের বিশেষ মুহূর্তগুলোর একটি হিসেবে দেখছেন। নবী বলেন, ছেলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট এবং এই পারফরম্যান্সের জন্যই অপেক্ষায় ছিলেন তিনি।

তবে ইসাখিলের ক্রিকেটে বেড়ে ওঠা শুধু বাবার পরিচয়েই নয়। নবী বলেন, গত দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন ইসাখিল। সব ফরম্যাটেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। নেপাল প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতার পর এবার বিপিএল এই ধারাবাহিকতাই তাকে এগিয়ে দিচ্ছে বলে মনে করেন নবী। তার প্রত্যাশা, খুব দ্রুতই ছেলেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখবেন।

এদিকে, হাসান ইসাখিলের স্বপ্নও বাবার সাথে মিল রয়েছে। বাবার সঙ্গে জাতীয় দলে খেলার ইচ্ছার কথাও তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন। নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, বাবার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়াই তার স্বপ্ন। সেই লক্ষ্যেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করার চেষ্টা করে যাচ্ছেন।

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট