Connect with us
ক্রিকেট

ভারতের অন্য ভেন্যুতেও খেলতে আগ্রহী নয় বাংলাদেশ

BD team
বাংলাদেশ টি-টোয়েন্টি দল। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। নিরাপত্তা ইস্যুতে শুধু নির্দিষ্ট ভেন্যু নয়, ভারতের অন্য কোনো ভেন্যুতেই খেলতে আগ্রহী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতের অন্য ভেন্যুতে ম্যাচ সরালেও বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না।

সূচি অনুযায়ী লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনসে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা। তবে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে হঠাৎ করে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়। সেই ঘটনার পর থেকেই ভারতে খেলতে অনিচ্ছা জানিয়ে আসছে বিসিবি।

গতকাল রাতে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতের অন্য ভেন্যু মানেই তো ভারত। ভেন্যু পরিবর্তন করলেই বিষয়টা আলাদা হয়ে যায় না। আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি। এটা কোনো একক সিদ্ধান্ত নয়, সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’



ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আসরের ম্যাচগুলোতে ভারতে খেলতে না চাইলে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। এ বিষয়ে আইসিসিকে দুই দফা চিঠি পাঠানো হলেও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব মেলেনি বলে জানিয়েছেন বুলবুল। তাঁর মতে, ‘যা যা তথ্য দেওয়ার দরকার ছিল, সব পাঠানো হয়েছে। এখন আইসিসির উত্তরের অপেক্ষায় আছি।’

বর্তমান সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে। বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের সূচিতেও পরিবর্তন আসতে পারে। ওই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জটিলতা কাটাতেই বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভাদোদারায় ভারত–নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের ফাঁকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয় বাংলাদেশের ব্যাপারে আইসিসির পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে।

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট