Connect with us
ক্রিকেট

মঙ্গল গ্রহে পাঠালেও খেলতে প্রস্তুত খেলোয়াড়রা: শেখ মাহেদী

Shakh Mahedi
সংবাদ সম্মেলনে শেখ মাহেদী। ছবি: সংগৃহীত

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিতে তার কোনো প্রভাব পড়েনি বলে মনে করেন জাতীয় দলের তারকা স্পিনার  শেখ মাহেদী। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর যে উত্তেজনা তৈরি হয়েছে, তা মাঠের খেলায় কোনো প্রভাব পড়ছে না এমনটাই জানালেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নাটকীয় জয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেন মাহেদী। তার মতে, বড় কোনো সমস্যা থাকলেও খেলোয়াড়দের মনোযোগ থাকে খেলাতেই। প্রত্যেক ব্যাটার নিজের মতো করে প্রস্তুতি নেয়, কীভাবে পারফর্ম করা যায় সেটাই তাদের লক্ষ্য থাকে। বিশ্বকাপে ভালো করার জন্য ফর্মে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি।

ভারতে খেলতে যাওয়ার অনিশ্চয়তা নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ম্যানেজমেন্ট ও বোর্ডের। খেলোয়াড়দের সেখানে কোনো ভূমিকা নেই। খেলোয়াড়দের কাজ একটাই সেটা হচ্ছে খেলা। সেটা যেকোনো জায়গায়ই হোক মঙ্গল গ্রহে হলেও মাঠে নামতে প্রস্তুত সবাই।



এদিকে বিপিএলে রাজশাহীর বিপক্ষে শেষ বলের নাটকে ২ উইকেটের জয় পায় চট্টগ্রাম। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে দলটি। ম্যাচ শেষে মাহেদী জানান, হাসান নওয়াজের ওপর সবার ভরসা ছিল। শেষ ওভার পর্যন্ত গেলে ম্যাচ শেষ করার সামর্থ্য তার আছে এই বিশ্বাসটা সবার মাঝেই ছিল। পুরো ম্যাচ জুড়েই হাসান নওয়াজ দায়িত্বশীল ব্যাটিং করেছেন বলে মনে করেন অধিনায়ক।

নিজের অধিনায়কত্ব নিয়েও কথা বলেন মাহেদী। তার মতে, দল গঠনের শুরুতে এলেমেলো পরিস্থিতি থাকায় নেতৃত্ব দেওয়া কঠিন ছিল। শুরুটা কঠিন হলেও সময়ের সঙ্গে সঙ্গে টিম কম্বিনেশন ও বন্ডিং তৈরি হয়েছে। সঠিক কম্বিনেশন তৈরিতে সময় লাগলেও সেটাই শেষ পর্যন্ত কাজে দিচ্ছে বলে মনে করেন তিনি।

মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে মাহেদী বলেন, বেশিরভাগ ম্যাচেই টপ অর্ডার ব্যাটাররা দায়িত্ব পালন করায় মাঝের ব্যাটারদের খুব বেশি সুযোগ আসেনি। দীর্ঘদিন পর বিপিএলে ফেরা সাদমান ইসলামের জন্য বিষয়টি আরও চ্যালেঞ্জিং ছিল। নিয়মিত ব্যাটিং না করলে মানিয়ে নিতে সময় লাগে বলেও উল্লেখ করেন তিনি। তবে মিডল অর্ডারে হাসান নওয়াজের পারফরম্যান্সকে দলের জন্য বড় ইতিবাচক দিক হিসেবেই দেখছেন।

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট