Connect with us
ক্রিকেট

সুজনের নোয়াখালীর কাছে হেরে ‘পার্ট অব গেইম’ বললেন রফিক

Noakhali Express
নোয়াখালীর কাছে রংপুরের হার। ছবি: সংগৃহীত

টানা ছয় ম্যচ হারা বিপিএলে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে অপ্রত্যাশিত হারকে ‘খেলারই অংশ’ হিসেবে দেখছেন রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। হারের পর ব্যাটিং ব্যর্থতা, শট নির্বাচনের ভুল এবং তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

চলতি আসরে একে একে টানা ছয় ম্যাচ হেরেছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথম ছয় ম্যাচ হেরে প্লে-অফের সম্ভাবনা অনেকটাই হারিয়ে ফেলেছে নোয়াখালী। সেজন্য রংপুরের বিপক্ষে ম্যাচটিই ছিল তাদের প্রথম জয়। ছয় ম্যাচ হারার পর সপ্তম ম্যাচে এসে তারা জয়ের দেখা পেল। এদিকে ১৪৯ রানের লক্ষ্য তাড়া করেও ম্যাচ জিততে না পারায় প্রশ্ন উঠেছে রংপুরের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রফিক স্বীকার করেন, লক্ষ্য খুব বড় না হলেও ব্যাটিংয়ে ঘাটতি ছিল। তার মতে, পাওয়ার প্লেতে নিয়মিত ভালো শুরু করতে না পারার সমস্যায় ভুগছে দল। শুরুতে এক-দুটি উইকেট পড়লেই ব্যাটিংয়ে রানের গতি কমে যাচ্ছে, যা পুরো ইনিংসে প্রভাব ফেলছে।



রফিকের মতে, মূল সমস্যা ছিল শট নির্বাচনে। তিনি বলেন, আউটগুলোর বেশিরভাগই এসেছে ভুল শট খেলার কারণে। কাগজে-কলমে দল কেমন, সেটা গুরুত্বপূর্ণ নয় আসল বিচার হয় মাঠের খেলায়, আর সেখানেই দল পিছিয়ে পড়েছে।

তরুণ স্পিনার রাকিবুল হাসানকে ঘিরে সমালোচনা প্রসঙ্গেও কথা বলেছেন রফিক। তিনি মনে করেন, এক-দুটি ম্যাচ বা একটি টুর্নামেন্ট দেখে কাউকে বিচার করা ঠিক নয়। সময় দিলে এই তরুণরা আরও উন্নতি করবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেই বিশ্বাস করেন তিনি।

নোয়াখালীর কাছে হারকে অস্বাভাবিক কিছু মনে করছেন না রফিক। তার মতে, ক্রিকেটে বড় দলও অনেক সময় তুলনামূলক দুর্বল দলের কাছে হেরে যায়। কোচিং স্টাফ আগেই খেলোয়াড়দের সতর্ক করেছিলেন যে নোয়াখালীর হারানোর কিছু নেই, বরং রংপুরেরই হারানোর অনেক কিছু আছে।

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট