সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের দেওয়া স্ট্যাটাসের প্রতিবাদে ফেটে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মুমিনুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিনরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও বোর্ড পরিচালকের জবাবদিহিতা দাবি করেছেন।
ক্রিকেটারদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন তাদের বার্তায় লিখেছেন, ‘ক্রিকেট বাংলাদেশের প্রাণ। একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয়।’ তারা সংশ্লিষ্ট মহলকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।
সবচেয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তিনি এই মন্তব্যকে ‘রুচিহীন’ ও ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। আমরা তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জোর দাবি জানাচ্ছি।’
বিসিবি পরিচালকের ‘বেসিক সেন্স’ নিয়ে রুবেলের প্রশ্ন সাবেক পেসার রুবেল হোসেন বিসিবি পরিচালককে ধুয়ে দিয়ে লিখেছেন, ‘আপনার চেয়ারের ওজন আপনি বোঝেন না। আপনি যদি নিজেকে আপনার এলাকার ক্লাবের প্রতিনিধি মনে করেন, তবে এ কথা স্বাভাবিক। কিন্তু দিস ইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এত বড় জায়গায় বসে কোথায় কী বলতে হয়, সেই বেসিক সেন্সটুকু আপনার নেই।’
রুবেল আরও প্রশ্ন তোলেন, ‘কোন কোটায় নাজমুল ইসলাম বিসিবির পরিচালক হয়েছেন।’
টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক এই মন্তব্যকে বিসিবির নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক। একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক।

একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মানও দেওয়া হয়নি; বরং তাকে জনসম্মুখে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। এত বড় দায়িত্বে বসে কোথায় এবং কীভাবে কথা বলতে হয়, তার বেসিক শিষ্টাচারও এ ধরনের মন্তব্যে দেখা যায়নি। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তাকে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। বিসিবিকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
ঘটনার সূত্রপাত হয় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের একটি ফেসবুক পোস্ট থেকে। তামিম ইকবালের একটি বক্তব্যের ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছিলেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।
যদিও তোপের মুখে পড়ে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং দাবি করেন এটি তার ‘ব্যক্তিগত মতামত’।
ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৬/এনজি
