Connect with us
ক্রিকেট

‘জীবনের অন্যতম বড় ভুল’, নাসিরের সেই ওভার নিয়ে আক্ষেপ মিঠুনের

Mohammad Mithun Nasir hossain and Moin ali
ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে মঈন আলীর ঝড়ো ইনিংস। ছবি- সংগৃহীত

মঈন আলীর বিধ্বংসী ব্যাটিং আর ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ‘একটি ভুল সিদ্ধান্ত’ এই দুইয়ে মিলে বিপিএলের ম্যাচে ভাগ্য বদলে গেল সিলেট টাইটানসের। ঢাকাকে ২০ রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো সিলেট টাইটানস। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে মঈন আলীর ২৮ রানের সেই ঝড়ো ইনিংস।

১৮ ওভার শেষে সিলেটের রান ছিল ১৩৫। দেড়শ রান হবে কি না, তা নিয়েও ছিল সংশয়, ঠিক তখনই ১৯তম ওভারে অফ স্পিনার নাসির হোসেনকে বোলিংয়ে আনেন মিঠুন। সেই এক ওভারেই ৩টি ছক্কা ও ২টি চার মেরে ২৮ রান তুলেন মঈন আলী। তার ২৮ রানের সেই ক্যামিও ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের এই সিদ্ধান্তকে ‘জীবনের অন্যতম বড় ভুল’ হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।



তিনি বলেন, ‘এটাকে আমি বলব আমার জীবনের অন্যতম বড় ভুল। হাতে অন্য অপশন (তাসকিন ও সাইফউদ্দিন) থাকার পরও নাসিরকে বোলিংয়ে আনা ঠিক হয়নি।’

কিন্তু কেন নাসিরকে বেছে নিয়েছিলেন, এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন মিঠুন। আগের ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নেওয়া নাসিরের ওপর অতিরিক্ত ভরসা করাই কাল হয়েছে। মিঠুন বলেন, ‘নাসির আগে ভালো বল করায় বিশ্বাস ছিল। ভেবেছিলাম স্পিন গ্রিপ করবে, মঈন ভাইকে আটকাতে পারবে। কিন্তু সফল না হওয়ায় আক্ষেপ রয়ে গেল।’

অপরদিকে ১৯তম ওভারে স্পিনার দেখে বেশ খুশিই হয়েছিলেন মঈন আলী। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে তিনি বলেন, ‘অফ স্পিনার আসায় আমি খুশি হয়েছিলাম। কারণ তখন আমাকে বড় শট খেলতেই হতো, স্পিনার আসায় কাজটা আরও সহজ হয়েছে।’

ব্যাটিংয়ে ঝড় তোলার পর বল হাতেও ২ উইকেট নিয়েছেন মঈন।

ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট