Connect with us
ফুটবল

ভালভের্দের রেকর্ড গোল

আতলেতিকোকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

Real Madrid
শিরোপা নির্ধারণী মঞ্চে ‘এল ক্লাসিকো’ নিশ্চিত করল জাবি আলোনসোর শিষ্যরা। ছবি- সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল রাতে রদ্রিগো ও ফেদে ভালভের্দের নৈপুণ্যে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই ম্যাচে জয় দিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে ‘এল ক্লাসিকো’ নিশ্চিত করল জাবি আলোনসোর শিষ্যরা।

আগামী রোববার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।

রেকর্ড গড়া দ্রুততম গোল ম্যাচের বয়স তখন মাত্র ২৬ সেকেন্ড। জুড বেলিংহামকে ফাউল করায় বক্সের বেশ বাইরে ফ্রি-কিক পায় রিয়াল। ২৫ গজ দূর থেকে ফেদে ভালভের্দের নেওয়া বুলেট গতির শট আতলেতিকোর মানব দেয়াল ভেদ করে জালে জড়ায়। মাত্র ৭৬ সেকেন্ডে করা এই গোলটি স্প্যানিশ সুপার কাপের ইতিহাসের দ্রুততম গোল। এর আগে ২০১৪ সালে ৮১ সেকেন্ডে গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন মারিও মানজুকিচ। এছাড়া ২০০৮ সালের পর আতলেতিকোর বিপক্ষে এটিই রিয়ালের দ্রুততম গোল।



ম্যাচের গতিপ্রকৃতি শুরুতে গোল হজম করলেও ম্যাচে দাপট ছিল আতলেতিকো মাদ্রিদেরই। ৫১ শতাংশ বল দখলে রেখে তারা রিয়ালের গোলমুখে ২১টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়াল মাত্র ৮টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। তবে ফিনিশিংয়ের দক্ষতায় বাজিমাত করেছে রিয়াল। ৫৫ মিনিটে ভালভের্দের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। টানা ৩২ ম্যাচ গোলখরা কাটানোর পর এটি ছিল রদ্রিগোর শেষ ৫ ম্যাচে তৃতীয় গোল। ৫৮ মিনিটে সোরলথ আতলেতিকোর হয়ে এক গোল শোধ করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এমবাপ্পের ফেরা ও ফাইনালের প্রস্তুতি হাঁটুর চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে না থাকলেও তরুণ গঞ্জালো গার্সিয়া দারুণ খেলেছেন। তবে রিয়াল সমর্থকদের জন্য সুখবর হলো, কোচ জাবি আলোনসো নিশ্চিত করেছেন যে ফাইনালের জন্য এমবাপ্পে পুরোপুরি প্রস্তুত।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও দলের খেলা নিয়ে কিছুটা আত্মসমালোচনা করেছেন ম্যাচসেরা ভালভের্দে। তবে কোচ আলোনসো জয়ের ওপরই বেশি গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং আমরা সেটা পেরেছি।

আগামী রোববারের ফাইনালে রিয়ালের সামনে সুযোগ গত বছরের হারের প্রতিশোধ নেওয়ার। গত আসরের ফাইনালে এই বার্সেলোনার কাছে হেরেই শিরোপা খুইয়েছিল লস ব্লাঙ্কোসরা।

ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল