আইপিএলের আসন্ন মৌসুম শুরুর আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে মুস্তাফিজুর রহমান। মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসারকে ছাড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। এই সিদ্ধান্ত ঘিরে এবার প্রশ্ন উঠছে শুধু একটি লিগ নয়, বিশ্ব ক্রিকেটের নীতিনির্ধারণী কাঠামো নিয়েও।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। তার মতে, এই ঘটনা ক্রিকেটের প্রচলিত মূল্যবোধের সঙ্গে যায় না। রাজিন বলেন, ক্রিকেটকে সবসময় ‘ভদ্রলোকের খেলা’ বলা হলেও বাস্তবে সিদ্ধান্তগুলো অনেক সময় সেই ভাবনার সঙ্গে মিলছে না।
আইসিসির ভূমিকা নিয়েও স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি। রাজিনের ভাষ্যমতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মূলত ভারতের প্রভাবেই চলছে। তার দাবি, বিষয়টি অনেকেই প্রকাশ্যে বলতে চান না, কিন্তু বাস্তবতা হলো ক্ষমতাশালী ভারতই বিশ্ব ক্রিকেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছে।
রাজিন সালেহ আরও বলেন, এভাবে বিশ্ব ক্রিকেট পরিচালিত হতে পারে না। তার মতে, আইসিসির এখন আত্মসমালোচনার সময় এসেছে। বিশ্বের বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর উচিত একসঙ্গে বসে ভাবা ক্রিকেটকে ভবিষ্যতে কোন পথে নিয়ে যাওয়া হবে।
মুস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যে কেবল একটি ফ্র্যাঞ্চাইজি বা একটি টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটাই ইঙ্গিত করছেন সাবেক এই অধিনায়ক। বরং তার চোখে, এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই মুস্তাফিজকে ঘিরে আলোচনা ও বিতর্ক চলছিল ভারতীয় ক্রিকেট মহলে। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন তাকে আইপিএলে না খেলানোর দাবিতে প্রকাশ্যে বিক্ষোভে নামে। সেই প্রেক্ষাপটেই শনিবার সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বোর্ডের পক্ষ থেকে কেকেআরকে মুস্তাফিজকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবেও নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/টিএ
