মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দিয়ে বিসিসিআই ঠিক কাজ করেছে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। কেন মুস্তাফিজকে বাদ দিয়ে ভালো করেছে বিসিসিআই, সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
বেশকিছুদিন ধরেই বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ক তলানিতে। বেশ কিছু কারণে সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। এরই প্রভাব পড়েছে মুস্তাফিজের ওপর। ভারতীয় হিন্দুত্ববাদীরা নিলামের পর থেকেই মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য হুমকি দেওয়া শুরু করে, কট্টর হিন্দুত্ববাদীদের হুমকি থেকে বাদ পড়েননি কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানও। হুমকি দেওয়া হয়, মুস্তাফিজকে খেলালে ভাঙচুর করা হবে স্টেডিয়ামে।
তারই ধারাবাহিকতায় বিসিসিআই তাকে দল থেকে ছাঁটাই করার নির্দেশ দেয় কলকাতাকে, যারা ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল মুস্তাফিজকে।
মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রিকেট অঙ্গনে। উগ্রবাদী নেতারা এটিকে নিজেদের বিজয় বলে দাবী করলেও বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন অনেক ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি ও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
মুস্তাফিজ ইস্যু নিয়ে নিজের মতামত জানিয়েন প্রখ্যাত ধারাভাষ্যকার ও বিশ্লেষক আকাশ চোপড়া। নিজস্ব প্লাটফর্মে আকাচ চোপড়া বলেছেন, ‘সাম্প্রতিক ওসব খবরের কারণেই বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে। আমার বিবেচনায় ঠিক কাজ করেছে।’
যদিও মুস্তাফিজের মতো একজন খেলোয়াড়কে হারানো কলকাতার জন্য সুখকর অনুভূতি নয় বলে মানেন আকাশ। আকাশ বলেন, ‘কলকাতার জন্য কিছুটা কষ্টকর, নিলামের আগেই এসব কথা উঠলে ভালো হতো। তবে এগুলো সময়ের সাথে সাথে হয়েছে।’
ফিজকে বাবর-রিজওয়ানদের সাথেই তুলনা করেছেন আকাশ। মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া গেলে পাকিস্তানি ক্রিকেটারদেরও নাকি আইপিএল খেলতে দেওয়া যায়।
বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আকাশ বলেন, ‘আপনারা ভাবছেন ফিজের কী দোষ? তাহলে এসব তো পাকিস্তানিদের জন্যও তো বলতে পারতেন। দেশ যখন কোনো ভুল করে দেশবাসীকে তা ভোগ করতে হবে। আমি এই সিদ্ধান্তকে সমর্থন জানাই।’
আইপিএলের এবারের আসরে একমাত্র মুস্তাফিজেরই খেলার কথা ছিল। কাটার মাস্টারকে বাদ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে। বেশকিছু সংবাদমাধ্যম ও জনপ্রিয় ক্রিড়াভিত্তিক ওয়েবসাইট আইপিএল বর্জনের ঘোষণা দিয়েছে। গুঞ্জন উঠেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ারও।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/এআই
