Connect with us
ক্রিকেট

রিশাদের স্পিন ঘূর্ণি

হাইস্কোরিং ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে হোবার্ট হারিকেন্স

HOBART
হোবার্ট হারিকেন্স। ছবি: সংগৃহীত

বিগ ব্যাশে হাইস্কোরিং ম্যাচে জয় পেয়েছে রিশাদ হোসেনদের হোবার্ট হারিকেন্স। সিডনি থান্ডারকে ৬ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে ফিরেছে হোবার্ট। উইকেটশূন্য থাকলেও রিশাদ দেখিয়েছেন স্পিন ঘূর্ণি।

ম্যাচে টসে জিতে সিডনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় হোবার্ট। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট পড়লেও দ্রুত রান তুলতে থাকে সিডনি। তবে স্রোতে বিপরীতে ছিলেন রিশাদ, শুরু থেকেই ভালো ইকোনমিতে বল করতে থাকেন এই তরুণ লেগ স্পিনার।

ডেভিড ওয়ার্নারের ৬৫ বলে ১৩০ রানের হার না মানা ইনিংসে ভর করে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে সিডনি। জবাবে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ের বন্দরে পৌচায় হোবার্ট হারিকেন্স।



সিডনিতে আগে ব্যাট করতে নেমে প্রথম দুই বলে দুই উইকেট হারিয়েছে সিডনি থান্ডার। এরপর দলের ইনিংস টেনেছেন ডেভিড ওয়ার্নার। ইনিংসের ৬ষ্ঠ ওভারে প্রথম বোলিংয়ে আসেন রিশাদ হোসেন। প্রথম ওভারে রিশাদ খরচ করেন মাত্র ৩ রান। ৮ম ওভারে দ্বিতীয়বারের মতে বোলিংয়ে এসে ১৩ রান দিয়ে ফেলেন রিশাদ।

১৩ তম ওভারে তৃতীয়বারের মতো বল হাতে তুলে নেন রিশাদ, নিজের তৃতীয় ওভারে ৫ রান খরচ করেন রিশাদ। শেষদিকে ১৭তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন রিশাদ, নিজের শেষ ওভারে ৮ রান খরচ করেন এই বাংলাদেশী স্পিন অলরাউন্ডার। ৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশুন্য থেকে বোলিং শেষ করেন তিনি।
হোবার্টের হয়ে ২ উইকেট নেন উইল প্রেসউইডজ। নাথান এলিস নিয়েছেন ১ উইকেট।

২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার টিম ওয়ার্ড এবং মিচেল ওয়েন মিলে উড়ন্ত সূচনা এনে দেন হোবার্টকে। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ওপেনিং জুটি থেকে আসে ১০৮ রান। ১৮ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওয়েন।

তবে প্রান্ত ধরে খেলে গেছেন ওয়ার্ড। ওয়েনের বিদায়ের পর তিনে নেমে বেশি সুবিধা করতে পারেননি রেহান আহমেদ। ১৪ বলে ১৬ রান করে ফিরেছেন তিনি। শেষমেশ কাছে গিয়েও সেঞ্চুরিটা ছুঁতে পারেননি ওয়ার্ড। ৪৯ বলে ৯০ রানের ঝোড়ো এক ইনিংস খেলে দলীয় ১৫৭ রানের মাথাতে থামেন তিনি।

শেষ দিকে নিখিল চৌধুরী এবং ম্যাথু ওয়েডের ব্যাটে ভর করে জয়ের দিকে এগিয়েছে হোবার্টে। ১৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয়লাভ করে হোবার্ট হারিকেন্স। ১৪ বলে ২৯ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন নিখিল। ৫ বলে ১৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ওয়েড। এর আগে ৭ বলে ১০ রান করেন বেন ম্যাকডারমট। সহজেই জিতেছে হোবার্ট।

সিডনির হয়ে ৩ উইকেট নেন ড্যানিয়েল স্যামস। ১ উইকেট নেন ওয়েস অ্যাগার। দারুণ এই জয়ের ফলে ৭ ম্যাচে ৫ম জয়ের দেখা পেল হোবার্ট হারিকেন্স। ১০ পয়েন্ট নিয়ে ফিরেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট