ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টির ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগটা আর হাতছাড়া করেনি এমআই এমিরেটস। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে দ্বিতীয় কোয়ালিফায়ারে আবুধাবি নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করেছে দলটি।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আবুধাবি। মাত্র ২ রানেই ওপেনার মাইকেল পেপারকে হারায় তারা। ব্রেন্ডন ম্যাকমুলেন ৮ বলে ১৩ রান করে ফিরলেও লিয়াম লিভিংস্টোনের দ্রুত বিদায়ে চাপ আরও বাড়ে। একপ্রান্তে ধীরগতির ব্যাটিং করতে বাধ্য হন অ্যালেক্স হেলস। ৩৬ বল খেলে ২৯ রানের বেশি করতে পারেননি সাবেক ইংলিশ ওপেনার।
ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র প্রতিরোধ গড়েন আলিশান শরাফু। সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটার ৪০ বলে ৫০ রান করেন, যেখানে ছিল ২ চার ও ৩ ছক্কা। তার বাইরে রাইডার্সের আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রানেই থামে তাদের ইনিংস।
এমিরেটসের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আল্লাহ মোহাম্মদ গাজানফার, নিয়েছেন ৩ উইকেট। মোহাম্মদ রশিদ ও ফজলহক ফারুকি নেন ২টি করে উইকেট। সাকিব উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন।
লক্ষ্য তাড়ায় নেমে এমআই এমিরেটসও শুরুতে চাপে পড়ে। ৬ রানেই ওপেনার আন্দ্রে ফ্লেচার ফেরেন, এরপর দ্রুত বিদায় নেন মোহাম্মদ ওয়াসিম। ৭.১ ওভারে ৩৬ রানে ২ উইকেট হারানোর পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাকিব ও টম ব্যান্টন।
দুজনের ৮২ রানের জুটিতে জয় পাওয়া সহজ হয়ে যায়। সাকিব ২৪ বলে ৩৮ রান করে ফিরলেও তখন ম্যাচ পুরোপুরি এমিরেটসের নিয়ন্ত্রণে। অন্যপ্রান্তে ব্যান্টন দায়িত্বশীল ব্যাটিং করে ৫৩ বলে অপরাজিত ৬৪ রান করেন। ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় এমআই এমিরেটস।
ব্যাট ও বল হাতে সমান অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান। এই জয়ে আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসরে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল এমআই এমিরেটস। ২০২৪ আসরের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার সুযোগ পেল।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/টিএ
