Connect with us
ক্রিকেট

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দাপুটে জয় চট্টগ্রাম রয়্যালসের

DHAKA VS CHATTOGRAM
ঢাকা বনাম চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস। আজ (শুক্রবার) চট্টগ্রামের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দলটি। 

ম্যাচের টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম। আগের দুই ম্যাচের মতো আজও ব্যর্থ সাইফ হাসান, শরিফুল ইসলামের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরেছেন ৪ বলে ১ রান করে।

শরিফুল ইসলামের বোলিং তোপে পাওয়ার-প্লেতে বড় সংগ্রহ আনতে পারেনি ঢাকা। আরেক অপেনার জুবাইদ আকবরী ফিরেছেন ১২ বলে মাত্র ২ করে। এক প্রান্ত ধরে রেখে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি পাকিস্তানি ব্যাটার উসমান খান, ১৫ বলে ২১ করে তানভীর ইসলামের বলে স্টাম্পিং হয়ে ফেরেন তিনি।



ভালো করতে পারেননি গত ম্যাচে ঝড় তোলা শামীম হোসেন, দলীয় ৪৪ আর ব্যক্তিগত ৪ করেই ফেরেন তিনি। শামীমের বিদায়ের পর নিয়মিত উইকেট হারাতে থাকে ঢাকা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, ইমাদ ওয়াসিমরা কেউই দুই অঙ্কের সংগ্রহ ছুঁতে পারেননি।

শেষ দিকে নাসির হোসেনের ১৭ ও মোহাম্মদ সাইফুদ্দিনের অপরাজিত ৩৩ রানে ভর করে ১৯.৪ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম এবং তানভীর ইসলাম নিয়েছেন ৩ টি করে উইকেট, শেখ মেহেদীর শিকার ২ উইকেট আর আমির জামালের ১টি।

১২৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে দেখে শুনে খেলা শুরু করেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও অ্যাডাম রশিংটন। দুই ওপেনারের ব্যাটিং দৃঢ়তায় মাত্র ১২.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় চট্টগ্রাম। ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন এবারের আসরের নিলামের সর্বোচ্চ দাম পাওয়া মোহাম্মদ নাঈম, রশিংটনের সংগ্রহ ৩৬ বলে অপরাজিত ৬০ রান।

ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট