আমিরাতের মাটিতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে পুরো আসর খেলার সুযোগ পাননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ছন্দে থাকা এই বাঁহাতি পেসার দেশে ফিরে মাতাচ্ছেন বিপিএল। অপরদিকে তার অনুপস্থিতি যে দলের জন্য বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ নবি।
তিনি বলেছেন, মোস্তাফিজ দলে থাকলে ম্যাচের ফলাফল ভিন্নও হতে পারত।
গত ২৪ ডিসেম্বর শারজা ওয়ারিয়র্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস। সেই ম্যাচের পরই বিপিএল খেলতে দেশে ফিরে আসেন মোস্তাফিজ। এরপরই লিগ পর্বের শেষ ম্যাচে এমআই এমিরেটসের কাছে ৮ উইকেটে হেরে যায় দলটি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে এলিমিনেটরে আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫০ রানে হেরে আসর থেকেই ছিটকে যায় দুবাই ক্যাপিটালস।
ম্যাচ শেষে অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘মোস্তাফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন। সে ছিল উইকেটশিকারী বোলার। তাকে আমরা খুব মিস করেছি। সে থাকলে ডেথ ওভারে রান আটকাতে পারতাম।’
এলিমিনেটরে টস জিতে আগে ব্যাটিং নেয় আবুধাবি নাইট রাইডার্স। এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ১৯ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান। শেষ ওভারে দুবাই ক্যাপিটালসের বাঁহাতি পেসার ডেভিড উইলির কাছ থেকে ১২ রান নেয় আবুধাবি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে তারা।
‘ডু অর ডাই’ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নেমে কোনো প্রতিরোধ গড়তে পারেনি দুবাই ক্যাপিটালস। ১৬.২ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় দলটি। বড় ব্যবধানে হারের পর মোস্তাফিজের অভাব আরও স্পষ্টভাবে অনুভব করেন অধিনায়ক নবি।
চলতি আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজ ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। সমান উইকেট নিয়ে তিনি বর্তমানে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন আবুধাবি নাইট রাইডার্সের জেসন হোল্ডার ও ডেজার্ট ভাইপার্সের খুজাইমা তানভীরের সঙ্গে। তবে শুধু ইকোনমি রেট দিয়ে তার পারফরম্যান্স পুরোপুরি বিচার করা যায় না।
২১ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মোস্তাফিজ। ওই ম্যাচে তিনি জেমস ভিন্স, আজমতউল্লাহ ওমরজাই ও শন ডিকসনকে আউট করেন। ইনিংসের শেষ ওভারে মাত্র ৪ রান খরচ করেছিলেন তিনি। যদিও সে ওভারে উইকেট না পেলেও আবুধাবির তিন ব্যাটার রানআউট হন।
আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে আবুধাবি নাইট রাইডার্স ও এমআই এমিরেটস। এবারের আসরে এমআই এমিরেটসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান।
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৬/এনজি
