চলতি বিপিএলে প্রথম সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচ শেষে প্রতিপক্ষ বোলার রিপন মণ্ডলের প্রশংসায় ভাসালেন রংপুর রাইডার্সের সহকারী কোচ ও বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, রিপনের সাম্প্রতিক পারফরম্যান্স এখন নির্বাচকদের নজরেও রয়েছে।
আশরাফুল বলেন, ‘নিশ্চিতভাবেই নির্বাচকরা রিপনের পারফরম্যান্স দেখছেন। শেষ কয়েকটি ম্যাচে, বিশেষ করে “এ” দলের হয়ে এবং আজ যেভাবে সে বল করেছে, তাতে সে নজরে আছে। আমাদের পেস ইউনিট শক্তিশালী—৮–১০ জন বোলার আছে যারা ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে। এখানে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হচ্ছে, সব ফরম্যাটেই।’
ম্যাচের ফলাফল নিয়ে আক্ষেপ থাকলেও প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্সের কৃতিত্ব স্বীকার করতে কুণ্ঠা করেননি রংপুরের এই কোচ।
‘ম্যাচটা যদি আমরা শেষ করতে পারতাম, তাহলে ভালো লাগত। তবে রাজশাহী দলটাও খুব ভালো খেলেছে। বিশেষ করে রিপন মণ্ডলের প্রশংসা করতেই হবে,’ বলেন আশরাফুল।
তিনি আরও যোগ করেন, “এ” দলের হয়ে সুপার ওভারে যে ছন্দ দেখিয়েছে, সেটাই এখানে ধরে রেখেছে। ২০তম ওভার ও সুপার ওভারে দুর্দান্ত ছিল। এমন বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করা সহজ নয়।’
রংপুরের ব্যাটিং ঘাটতির দিকেও ইঙ্গিত করেন আশরাফুল। ‘আমাদের মিডল অর্ডারে আরও ভালো পারফরম্যান্স দরকার। আশা করি আমরা দ্রুতই ঘুরে দাঁড়াব, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হলে গড়ায় সুপার ওভারে। আগে ব্যাট করে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে ১৫৯ রান তোলে। জবাবে রংপুর রাইডার্স প্রায় পুরো সময়ই জয়ের পথে ছিল। শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রান, যা নেমে আসে ২ বলে মাত্র ১ রানে। ঠিক তখনই রিপন মণ্ডলের টানা নিখুঁত ইয়র্কারে রান তুলতে ব্যর্থ হয় রংপুর, ফলে ম্যাচ গড়ায় টাই।
সুপার ওভারেও একই দৃশ্যপট। রিপনের নিখুঁত ইয়র্কারে রংপুর আটকে যায় মাত্র ৬ রানে। জবাবে তানজিদ হাসান তামিম মাত্র ৩ বলেই ১০ রান তুলে রাজশাহীকে নাটকীয় জয় এনে দেন।
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৬/এনজি
