দুই ইনিংসের চিত্র ছিল প্রায় একই- শুরুতে নিয়ন্ত্রণে থেকেও শেষদিকে ছন্দ হারিয়েছে দুদলই। উত্তেজনায় ঠাসা সেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের পেছনের কৌশল, কন্ডিশন এবং খেলোয়াড়দের মানসিকতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ওয়ারিয়র্স এর প্রধান কোচ হান্নান সরকার।
শিশিরকে ম্যাচের বড় একটি ফ্যাক্টর হিসেবে উল্লেখ করে হান্নান বলেন, শিশির অবশ্যই একটি বড় কারণ। উইকেট ভিজে গেলে বল ভারী হয়ে নিচে থাকে। তাই স্ট্র্যাটেজিক টাইমআউটে আমরা পরিকল্পনা করি এস এম মেহেরব হোসেন অহিনকে আনার। কারণ বল নিচে থাকছিল এবং বাঁহাতিদের বিপক্ষে অহিন কার্যকর হতে পারে।
স্ট্র্যাটেজিক টাইমআউটের সময়কার সিদ্ধান্তকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন রাজশাহীর কোচ। তিনি জানান, টাইমআউটে গিয়ে অহিনকে জিজ্ঞেস করেছিলাম, আত্মবিশ্বাস আছে কি না। সে বলেছে- স্যার, আমি জিতায়ে দেব, ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন। তার বোলিংয়ে আমাদের পূর্ণ বিশ্বাস ছিল।
অহিন শুধু বল হাতে নয়, ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে উল্লেখ করেন হান্নান। আজ মাঠে দুজন ফিল্ডারকে খুব সক্রিয় দেখা গেছে- একজন তামিম, আরেকজন অহিন। সে আমাদের অন্যতম সেরা ফিল্ডার, আজ সেটার প্রমাণ দিয়েছে।
২০তম ওভারের শেষ বলে অহিনের বুদ্ধিদীপ্ত রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাশাপাশি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে বল হাতেও ছিলেন দুর্দান্ত।
রংপুরের মতো শক্তিশালী দলকে হারানো রাজশাহীর আত্মবিশ্বাস বাড়াবে কি না- এমন প্রশ্নে হান্নান বাস্তববাদী কণ্ঠে বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত গিয়েই নির্ধারিত হয়। রংপুরকে হারানো অবশ্যই ইতিবাচক। এমন দলকে হারালে আত্মবিশ্বাস আসে। তবে চ্যাম্পিয়নশিপ এখনও অনেক দূর। আপাতত আমাদের লক্ষ্য শীর্ষ দুইয়ে থাকা।
কন্ডিশন নিয়ে রাজশাহীর প্রস্তুতির কথাও তুলে ধরেন কোচ। ঠাণ্ডার মধ্যে খেলা কঠিন। এজন্য খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হয়। গত কয়েক দিনের অনুশীলনে আমরা ভেজা বল দিয়ে ক্যাচিংসহ এসব বিষয় নিয়ে কাজ করেছি। এমন চাপের ম্যাচে ঠাণ্ডা আরও বেশি প্রভাব ফেলে। আমরা সেটাকে উপভোগ করার চেষ্টা করেছি।
ম্যাচের শেষ মুহূর্তের চাপ প্রসঙ্গে হান্নান বলেন, এটা একেবারেই স্বাভাবিক। সবার মধ্যেই চাপ কাজ করেছে, আমার মধ্যেও। প্রকাশটা হয়তো কম করি।
উল্লেখ্য, চলতি আসরের প্রথম সুপার ওভারের সাক্ষী হওয়া এই ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে নাটকীয় জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। ডেথ ওভারে ও সুপার ওভারে রিপন মণ্ডলের নিখুঁত ইয়র্কার এবং তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় রাজশাহীর।
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৬/এসএ
