বিপিএল ড্রাফটের শুরুতে দল না পাওয়া সাদমান ইসলামের জন্য এবারের আসরটা শুরু হয়েছিল অনিশ্চয়তা নিয়ে। কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তাঁকে নিয়ে। তবে টুর্নামেন্ট শুরুর পর শেষ পর্যন্ত সুযোগ এসেছে এই বাঁহাতি ওপেনারের সামনে। বাকি ম্যাচগুলোতে চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে খেলতে দেখা যাবে সাদমানকে।
আজ বৃহস্পতিবার সিলেটে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাদমান। সেখানে বিপিএলে সুযোগ পাওয়াকে নিজের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। সাদমান বলেন, সব ফরম্যাটেই খেলার ইচ্ছা একজন ক্রিকেটারের থাকে। সুযোগটা যখন এসেছে, তখন সেটার সর্বোচ্চ ব্যবহারই করতে চান তিনি। তাঁর মতে, এখন মূল লক্ষ্য নিজেকে প্রমাণ করা।
সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন সাদমান। সেই ছন্দটা বিপিএলেও ধরে রাখতে আশাবাদী এই টেস্ট ওপেনার। তিনি জানান, খুব বেশি দিন আগের কথা নয়, টি-টোয়েন্টি ক্রিকেট খেলেই এসেছেন। তাই সুযোগ পেলে এনসিএলে যেভাবে খেলেছেন, একই পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চান।
টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি প্রসঙ্গে সাদমান বলেন, অনুশীলন ও ম্যাচের মধ্যে যে প্রক্রিয়াটা তিনি অনুসরণ করেছিলেন এনসিএলে, সেটাই ধরে রাখার চেষ্টা করছেন। তাঁর বিশ্বাস, ওই প্রস্তুতিটা ঠিকভাবে কাজে লাগাতে পারলে ফল ভালোই আসবে।
টেস্ট ক্রিকেটে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে হঠাৎ করে সুযোগ পাওয়া প্রসঙ্গে সাদমান বাস্তবতা মেনে নিয়েই কথা বলেছেন। জানান, সাধারণত টি-টোয়েন্টি সবসময় খেলা হয় না। টেস্টের পাশাপাশি যখন সীমিত ওভারের ক্রিকেট আসে, তখন আলাদা করে মানিয়ে নেওয়ার সময় দরকার হয়। তবে চট্টগ্রাম রয়্যালসে যোগ দেওয়ার পর কয়েক দিন সময় পাওয়ায় নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন তিনি।
সব মিলিয়ে বিপিএলে এই সুযোগটাকে নিজের জন্য বড় মঞ্চ হিসেবেই দেখছেন সাদমান ইসলাম। মাঠে নামার সুযোগ পেলে ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখানোই এখন তাঁর একমাত্র লক্ষ্য।
উল্লেখ্য, সাদমান ইসলাম বাংলাদেশ টেস্ট টিমের নিয়মিত সদস্য। নিয়মিত টেস্ট দলে খেলায় সবসময় টেস্ট ব্যাটসম্যান হিসেবে তকমা লেগে থাকে যেজন্য বিপিএলে সবসময়ই তাকে উপেক্ষা করা হয়। এবার বিপিএলে চট্টগ্রাম দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে চান।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/টিএ
