Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

Josh Inglish
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল। ছবি: সংগৃহীত

চোটের কারণে অনিশ্চয়তা থাকলেও অভিজ্ঞতার ওপরই ভরসা রাখল অস্ট্রেলিয়া। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পুনর্বাসনে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডকে রেখেই ১৪ সদস্যের দল সাজিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তার আগে ইনজুরি থেকে ফেরা কামিন্সদের ফিটনেস নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।

বর্তমানে অ্যাশেজ সিরিজে পিঠের চোটে ভুগছেন প্যাট কামিন্স। একটি টেস্ট খেলেই সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত এই অধিনায়ক। জানুয়ারিতে স্ক্যানের পরই তার বিশ্বকাপ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একইভাবে একিলিস ইনজুরির কারণে পুরো অ্যাশেজ মিস করা জশ হ্যাজলউড এবং হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া টিম ডেভিডকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।



অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, তিনজনই পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো আছেন। বিশ্বকাপের আগে তাদের পুরোপুরি ফিট হয়ে ওঠার প্রত্যাশাই করা হচ্ছে। বেইলি বলেন, এশিয়ার কন্ডিশন মাথায় রেখেই দল সাজানো হয়েছে। প্রয়োজনে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগও রাখা হয়েছে।

শ্রীলঙ্কা ও ভারতের উইকেট বিবেচনায় স্পিন আক্রমণে বিশেষ গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেম্যানের মতো স্পিনারদের পাশাপাশি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন দলে ভারসাম্য এনে দিচ্ছেন। ভারত সফরে না থাকা গ্রিন ও কুপার কনলি বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন।

গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ আয়োজক শ্রীলঙ্কা ছাড়াও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। ম্যাচগুলো হবে কলম্বো ও পাল্লেকেলেতে। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। দলে একমাত্র উইকেটকিপার হিসেবে আছেন জশ ইংলিস।

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। জানুয়ারির শেষ দিকে হতে পারে সেই সিরিজ, যেখানে এই প্রাথমিক স্কোয়াড থেকেই দল গড়া হবে বলে ধারণা করা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট