Connect with us
ক্রিকেট

চট্টগ্রামের দর্শকদের জন্য দুঃখপ্রকাশ করলেন মিঠু

Mithu
ইফতেখার রহমান মিঠু। ছবি: সংগৃহীত

সূচি বদলের কারণে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্ব আর থাকছে না। টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত সূচিতে সিলেটের পর চট্টগ্রামে ম্যাচ আয়োজনের কথা থাকলেও বাস্তবতা বিবেচনা নিয়ে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। এতে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা মাঠে বসে বিপিএল দেখার সুযোগ হারালেন।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে চট্টগ্রামের দর্শকদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

মিঠু জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে একদিনের ম্যাচ বাতিল হওয়ায় পুরো সূচিতেই বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে। ২৩ জানুয়ারি ফাইনাল আয়োজনের বাধ্যবাধকতা থাকায় বিকল্প কোনো পথ খোলা ছিল না। সেই বাস্তবতায় চট্টগ্রামের সব ম্যাচ এখন সিলেটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



সংবাদ সম্মেলনে মিঠু বলেন, চট্টগ্রামের জন্য সব প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। ভেন্যু, লজিস্টিকস, টিম ম্যানেজমেন্ট সবই রেডি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হয়েই সিদ্ধান্ত বদলাতে হয়েছে। এতে করে একদিকে ভ্রমণজনিত দুই দিনের গ্যাপ কমানো যাচ্ছে, অন্যদিকে সরঞ্জাম পরিবহনসহ বেশ কিছু জটিলতা এড়ানো সম্ভব হচ্ছে।

কেন পুরো চট্টগ্রাম পর্ব বাতিল করে ম্যাচগুলো সিলেটে আনা হলো এ প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় দলের সূচিও বিষয়টিকে প্রভাবিত করেছে। ২৬ জানুয়ারি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে। এর সঙ্গে টুর্নামেন্টের প্রোডাকশন ইউনিট, টেকনিক্যাল টিম, দলগুলোর পরিকল্পনা এবং সংবাদমাধ্যমের সময়সূচিও জড়িত। সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকা পর্ব নিয়েও যে অনিশ্চয়তা ছিল, সেটি স্পষ্ট করে দেন মিঠু। তার তথ্যমতে, সব ভেন্যু ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া হয়েছে। কোনো পরিবর্তনই নিজেদের ইচ্ছায় করা হয়নি, পরিস্থিতিই বাধ্য করেছে।

সবশেষে তিনি বলেন, নানা চ্যালেঞ্জের মাঝেও বিপিএল এখন পর্যন্ত মোটামুটি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা থাকলে নির্ধারিত সময়েই, অর্থাৎ ২৩ জানুয়ারি টুর্নামেন্ট শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট