Connect with us
ক্রিকেট

রশিদের নেতৃত্বে আফগানিস্তানের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

Afghanistan team
আফগানিস্তান টি-টোয়েন্টি দল। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞতা আর পরীক্ষিত পারফর্মারদের ওপরই ভরসা রাখল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রশিদ খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা। গত আসরে প্রথমবার সেমিফাইনালে ওঠা দলটি এবারও বড় লক্ষ্য নিয়েই বিশ্বকাপে নামতে যাচ্ছে।

আফগানিস্তানের ঘোষিত দলে ফিরেছেন ফজলহক ফারুকি, নাভিন-উল-হক ও মুজিব-উর রহমান। ইনজুরি ও অফফর্মের কারণে সাম্প্রতিক সময়ের কিছু সিরিজে না থাকলেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে আবার আস্থায় ফিরেছেন এই তিন অভিজ্ঞ বোলার। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম জাদরান।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গী ২০২৪ আসরের রানারআপ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। ৮ ফেব্রুয়ারি চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রশিদের দল। এরপর ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা, ১৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড, ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত এবং ১৯ ফেব্রুয়ারি কানাডার মুখোমুখি হবে তারা।



বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে দলে না থাকা ফারুকি ও গুলবাদিন নাইবকে আবার ফিরিয়ে এনেছে নির্বাচকরা। এশিয়া কাপে চোটে পড়া নাভিন-উল-হক এবং লম্বা বিরতির পর মুজিব-উর রহমানও জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। মুজিব থাকায় তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভে। তাঁর সঙ্গে রিজার্ভ তালিকায় আছেন ইজাজ আহমদজাই ও জিয়া-উর রহমান শারিফি।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে একই স্কোয়াড নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটি অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত।

স্কোয়াড ঘোষণার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, গত বিশ্বকাপের সাফল্য দলকে আত্মবিশ্বাস দিয়েছে। এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া এবারের আসরে আরও ভালো কিছু করার বিশ্বাস তাদের আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেও দেখছেন তিনি।

এক নজরে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নুর আহমদ, মুজিব-উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আব্দুল্লাহ আহমদজাই।

রিজার্ভ খেলোয়াড়: আল্লাহ মোহাম্মদ গাজানফার, ইজাজ আহমদজাই ও জিয়া-উর রহমান শারিফি।

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট