Connect with us
ক্রিকেট

চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল

BPL 2025-26
চট্টগ্রাম পর্ব হচ্ছেনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূচি পুনর্বিন্যাসের জেরে চট্টগ্রামে বিপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে আর ম্যাচ আয়োজন করতে চাইছে না বিসিবি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত ৩০ ডিসেম্বরের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়। পরে বিসিবি সিদ্ধান্ত নেয়, ওই ম্যাচ দুটি আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এই পরিবর্তনের প্রভাব পড়েছে পুরো ভেন্যু পরিকল্পনায়।

আগের সূচি অনুযায়ী ২ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল সিলেট পর্ব। এরপর চট্টগ্রামে শুরু হতো পরের ধাপ। কিন্তু ৩০ ডিসেম্বরের ম্যাচগুলো ৪ জানুয়ারিতে নেওয়ায় সিলেট পর্ব অনেকটা দীর্ঘ হয়ে গেছে। এতে করে চট্টগ্রাম পর্বের সময়সূচি আর আগের মতো রাখা যাচ্ছে না।



এই পরিস্থিতিতে বিপিএল গভর্নিং কাউন্সিল নতুন করে ভাবছে ভেন্যু বণ্টন নিয়ে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রামে আর ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে বোর্ড। পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রাম পর্বের জন্য নির্ধারিত ম্যাচগুলোর অর্ধেক সিলেটে এবং বাকি অর্ধেক ঢাকায় আয়োজন করা হতে পারে।

সূত্রটির দাবি, সূচির সামগ্রিক ভারসাম্য বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল কারণ। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এক শহর থেকে আরেক শহরে ভ্রমণে আগ্রহ দেখাচ্ছে না বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। এই দুই ম্যাচই এখন নতুন সূচি অনুযায়ী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সব মিলিয়ে সূচি বদলের ধাক্কায় এবারের বিপিএল থেকে ছিটকে যেতে পারে চট্টগ্রাম পর্ব। যদিও বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে ভেতরের আলোচনা বলছে চট্টগ্রামে এবারের বিপিএল হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট