Connect with us
ক্রিকেট

আইএল টি-টোয়েন্টি লিগে

সাকিবের এমআইকে হারিয়ে ফাইনালে ভাইপার্স

এমআইকে হারিয়ে ফাইনালে ভাইপার্স। ছবি: সংগৃহীত

আইএল টি–টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে বড় মঞ্চে কাজের কাজ করে দেখাল ডেজার্ট ভাইপার্স। আন্দ্রেস গুসের বিধ্বংসী সেঞ্চুরিতে সাকিব আল হাসানের এমআই এমিরেটসকে ৪৫ রানের ব্যবধানে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটে নিল দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাটে-বলে তেমন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি সাকিব।

আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভাইপার্স। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রানেই থেমে যায় এমআই এমিরেটস।

ইনিংসের শুরু থেকেই এমিরেটসের বোলিং আক্রমণের ওপর ঝড় তোলেন ভাইপার্সের দুই ওপেনার ফখর জামান ও আন্দ্রেস গুস। দুজনের উদ্বোধনী জুটিতেই আসে ১৫৭ রান। ফিফটি ছুঁয়ে ৬৯ রানে থামেন ফখর। তবে অন্য প্রান্ত আগলে রেখে রীতিমতো ঝড় তুলেন গুস।



মার্কিন এই ব্যাটার ৫৮ বলে ১২০ রানে অপরাজিত থেকে আইএল টি–টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৯টি ছক্কা। শেষদিকে স্যাম কারেন ১২ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।

বল হাতে এমিরেটস অধিনায়ক কাইরন পোলার্ড সাকিবকে খুব একটা ব্যবহার করেননি। মাত্র এক ওভার বল করে ১০ রান দেন বাংলাদেশের অলরাউন্ডার, উইকেটের দেখা পাননি। কিন্তু তারপর আর সাকিবকে বোলিংয়ে আনেননি অধিনায়ক পোলার্ড। পুরো ইনিংসে ভাইপার্সকে আটকানোর মতো বোলিং করতে পারেননি কেউই। আল্লামোহাম্মদ গজনফার ৪ ওভারে ৩৭ রান দিয়ে একটি উইকেট নিলেও সেটিই ছিল উল্লেখযোগ্য সাফল্য।

২৩৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় এমআই এমিরেটস। আন্দ্রে ফ্লেচার ফেরেন মাত্র ৪ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে কিছুটা লড়াই গড়ে ওঠে। মোহাম্মদ ওয়াসিম ৩২ বলে ৪১ এবং টম ব্যান্টন ২৭ বলে ৬৩ রান করে চেষ্টা চালান। তবে প্রয়োজনীয় রানরেটের চাপ সামলাতে পারেননি তারা।

শেষদিকে রোমারিও শেফার্ড ২৩ বলে অপরাজিত ৩৭ রান ও পোলার্ড ৯ বলে ১৫ রান করলেও ম্যাচের মোড় আর ঘোরানো সম্ভব হয়নি। সাকিব ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি, ৬ বলে ৮ রান করে দ্রুতই ফিরে যান।

ভাইপার্সের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন উসমান তারেক। ৩ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ রাখেন তিনি। ডেভিড পাইনে নেন ২টি উইকেট, আর নাসিম শাহ ও খুজাইমা তানভীর পান একটি করে।

এই জয়ে ফাইনালে উঠে গেল ডেজার্ট ভাইপার্স। অন্যদিকে কোয়ালিফায়ার হেরে ফাইনালের পথে টিকে থাকতে এলিমিনেটর ম্যাচে নতুন করে লড়াই করতে হবে সাকিবদের এমআই এমিরেটসকে।

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট