Connect with us
ক্রিকেট

বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন আফ্রিদি, শঙ্কায় বিশ্বকাপ খেলা

SHAHEEN AFRIDI
শাহীন আফ্রিদি। ছবি: সংগৃহীত

টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে এবারের আসরে আর খেলা হচ্ছে না এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই চোটের ফলে এই তারকা পেসারের বিশ্বকাপে খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

এদিকে আফ্রিদির ইনজুরি নিয়ে বিবৃতি জানিয়েছে ব্রিসবেন হিট। অ্যাডিলেডে দলের পরবর্তী ম্যাচ শেষে আফ্রিদির অবস্থা আবারও পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।



বুধবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের পরই আফ্রিদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে দলটি। সেই প্রক্রিয়া শেষ হলেই পাকিস্তানে ফিরবেন আফ্রিদি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিসবেনের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন পাকিস্তানের এই পেসার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে আফ্রিদি লিখেছেন, ‘ব্রিসবেন হিট দল ও সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। হঠাৎ এক চোটের কারণে পিসিবি আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে এখন রিহ্যাব করতে হবে। আশা করি খুব শিগগিরই আবার মাঠে ফিরতে পারব। ততদিন এই দারুণ দলটার জন্য গলা ফাটাবো।’

বিগ ব্যাশের এবারের আসরে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফ খেলছেন। প্রথমবার খেলতে গিয়ে ইনজুরিতে পড়া আফ্রিদি এখন পর্যন্ত খেলেছেন ৪ ম্যাচ। যদিও আসরটা ভালো কাটাতে পারেননি আফ্রিদি। ৪ ম্যাচে পেয়েছেন মোটে দুটি উইকেট, তাও আবার ১১.১৯ ইকনোমিতে।

এবারের আসরে ব্রিসবেন হিটের দুজন ক্রিকেটার ইনজুরি থেকে ফিরছেন। টম অলসপ হাঁটুর চোটে ভুগছিলেন আর নাথান ম্যাকসুয়েনি ভুগছিলেন গোড়ালির চোটে। দুজনই অনুশীলনে ফিরেছেন, যদিও তারা ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

জানুয়ারির শেষদিকে টি-টোয়েন্টি সিরিজে লড়বে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আসন্ন সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে নিচ্ছে সালমান আলি আগার দল। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসির মেগা ইভেন্ট।

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট